Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, জুলাই ২০১৯ | ২ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

১০ বছরের প্রেম শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মাইলি-লিয়াম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:০০ PM আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


বিয়েটা সেরেই ফেলেছেন মার্কিন সংগীত তারকা মাইলি সাইরাস। দীর্ঘ ১০ বছর চুটিয়ে প্রেম করার পর অস্ট্রেলিয়ার অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিয়ের খবরটা বোধহয় ভক্তদের আরও অগেই পাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত মাইলি নিজেই জানালেন সে কথা। বারবারই তাদের ঘিরে নানা খবর চাউর হয়। তবে এবার মিলল সেই আকাঙিক্ষত খবরটি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছেন সাইরাস। লিয়ামের সঙ্গে জড়িয়ে থাকা ছবি পোস্ট করে সাইরাস লিখেছেন, '১০ বছর পর'।

দ্য লাস্ট সিনেমার সেটে গিয়ে দেখা হয়েছিল এ জুটির। তারপরও প্রায় ১০ বছর ধরেই প্রেম চলেছে। তলে তলে অনেক দূর জল গড়িয়েছিল। নানা খবরও রটেছে মাঝেমধ্যে। সব গুজব উড়িয়ে দিয়ে এবার প্রকাশ্যে এলো তাদের বিয়ের খবর।

নিতান্তই পারিবারিক আবহে গত রবিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সাইরাস আর লিয়ামের। পরিবারের খুব কাছের কয়েকজন আর ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ায় দাবানালে বাড়িঘর ধ্বংস হয়ে যায় লিয়াম-সাইরাসের। ওই সময় তারা জানিয়েছিলেন, নিরাপদে আছেন তবে বাড়িঘর আর নেই। এরপর থেকেই পুরনো সে স্থান ত্যাগ করে নতুন করে আরেক জায়গায় বাস করতে শুরু করেন এ নব দম্পতি।

 

Bootstrap Image Preview