Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যর্থতার বছর তিন খানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩১ AM আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩১ AM

bdmorning Image Preview


বলিউডে দীর্ঘ সময় ধরে রাজত্ব চলছে তিন খানের-সালমান, শাহরুখ এবং আমিরের। তাদের ছবি মুক্তি পাওয়া মানেই বক্স অফিস হিট। কিন্তু সেই তিন খানই এ বছর বক্স অফিসে দেখলেন ব্যর্থতার মুখ। তিন জনেই চলতি বছর একটি করে সিনেমায় অভিনয় করেছেন। আর বহুল আলোচিত ও বড় বাজেটের এ ছবি তিনটি হল ‘রেস থ্রি’ ‘জিরো’ ও ‘থাগস অব হিন্দুস্থান’।

সালমানের ‘রেস থ্রি’ ছবিটি ফ্লপ না হলেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। আবার শাহরুখ অভিনীত বেশ আলোচিত ‘জিরো’ ছবিটিও বক্স অফিসে কারিশমা দেখাতে পারেনি। আর এ বছর আমিরের করা ভারতের সবচেয়ে অন্যতম বড় বাজেটের ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ সবচেয়ে ফ্লপ ছবির তালিকায় স্থান করে নিয়েছে। ছবিটি করে আমির পেয়েছেন হলিউড ছবি নকলের তকমা।

এমনকি গত বছর সালমান খানের ‘টিউবলাইট’ ও শাহরুখের ‘জাব হেরি মেট সেজাল’ ছবি দুটিও বক্স অফিসে তেমন সুবিধা করে উঠতে পারেনি। এতে করে দুই সুপারস্টারের তারকাখ্যাতি নিয়েও নানা প্রশ্ন উঠে। অনেকেই বলেছেন বলিউডে তাদের রাজত্বের অবসান ঘটতে যাচ্ছে। যদিও গত বছর শেষের দিকে বলিউড ভাইজান ব্লকবাস্টার সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ উপহার দিয়েছেন দর্শকদের।

Bootstrap Image Preview