Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবার জন্মদিনে মেয়ের চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ PM আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ PM

bdmorning Image Preview


বিয়ের পর বেশ কিছুদিন ধরেই খবরের আড়ালে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। আর তাই বাবার জন্মদিনে নিজের ছবির পোস্টার প্রকাশ করে উপহার দিলেন বাবাকে। এমনকি এই ছবিতে  বাবা অনিল কাপুরও অভিনয় করেছেন। গত সোমবার (২৪ ডিসেম্বর) অনিল কাপুরের জন্মদিন ছিল। তাই এই বিশেষ দিনে এত সুন্দর একটি উপহার দিয়ে চমকিয়ে দিলেন মেয়ে-বাবাকে।

জন্মদিনে পোস্টারটি প্রকাশ করে টুইটারে সোনম লিখেছেন, ‘কী অসাধারণ একটি দিনে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমার প্রথম পোস্টারটি প্রকাশ করলাম। তোমাকে শ্রদ্ধা জানিয়ে পোস্টারটি প্রকাশ করেছি বাবা।’

ছবিটি মূলত বাবা–মেয়ের সম্পর্ক নিয়ে। সব শেষ নিরজা ছবিতে বেশ নাম কুড়িয়েছেন সোনম কাপুর। সে ২০১৬ সালের কথা। তারপর একে একে করেছেন প্যাডম্যান, ভিরে দি ওয়েডিং ও সাঞ্জু। কিন্তু অন্য অভিনেত্রীদের সঙ্গে পর্দা–ভাগাভাগি করায় অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় আসেননি তিনি। এবার পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ফের সিনেমা নিয়ে আলাপে এলেন। এই ছবিতে বাস্তবের বাবা–মেয়ে পর্দায়। এমনকি পর্দাতেও বাবা–মেয়ে হিসেবেই তারা দেখা দেবেন।

একজন মুসলিম ছেলের সঙ্গে একজন হিন্দু মেয়ের প্রেমকাহিনি নিয়ে ছবিটির গল্প নির্মাণ করা হয়েছে। হিন্দু মেয়ে সুইটি চৌধুরীর চরিত্রে দেখা যাবে সোনম কাপুরকে এবং মুসলিম ছেলে সাহির মির্জার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। এমনকি সিনেমাটিতে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলাকেও।

এই ছবিতে বেশ কিছু পুরোনো দিনের গান নতুন করে ব্যবহার করা হয়েছে। আর গানগুলো সংগীতায়োজন করেছিলেন বিখ্যাত সংগীত পরিচালক রাহুল দেববর্মন। এমনকি সিনেমার নামও নেওয়া হয়েছে অনিল কাপুর অভিনীত ১৯৪২: ‘আ লাভ স্টোরি’ সিনেমা থেকে। সেই সিনেমার কুমার শানুর গাওয়া ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গানটি দিয়েই সিনেমার নামকরণ করা হয়েছে। তবে আগামী (২৭ ডিসেম্বর) ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

Bootstrap Image Preview