Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘জিরো’র প্রথম দিনের আয়ে হতাশ কিং খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৭:২৬ PM আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৭:২৬ PM

bdmorning Image Preview


বলিউড কিং শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জিরো’ গত শুক্রবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। সিনেমাটি মোট ৫ হাজার ৯৬৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। তার মধ্যে ভারতে ৪ হাজার ৩৮০ এবং ভারতের বাইরে ১ হাজার ৫৮৫ টি পর্দায়।  কিন্তু মুক্তির প্রথম দিনে আশানুরুপ ব্যবসা করতে পারেনি ছবিটি। জানা যায়, সিনেমাটি প্রথম দিন ২০.১৪ কোটি রুপি আয় করেছে যা কিনা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম।

চলতি বছরে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। এটি মুক্তির দিনেই ৫২.২৫ কোটি রুপি আয় করেছিল। এরপরই রয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘সাঞ্জু’। এটার প্রথম দিনে আয় ছিল ৩৪.৭৫ কোটি রুপি এবং সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘রেস-থ্রি’ সিনেমাটি ২৯.১৭ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছিল।

‘জিরো’ সিনেমাটিতে শাহরুখ খান একজন বামন ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম বাউয়া সিং। এখানে আফিয়া নামের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা এবং অন্যদিকে ক্যাটরিনাকে দেখা যাবে ফিল্ম সুপারস্টার ববিতা কুমারী চরিত্রে।

ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই এবং রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন গৌরী খান।

শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দৃটি সিনেমা ‘জব হ্যারি মেট সেজল’ ও রইস। এর মধ্যে প্রথম ছবিটি বলিউড বক্স অফিসে আয় করে মাত্র ৬৪.৩৩ কোটি রুপি এবং অন্যদিকে দ্বিতীয় সিনেমাটি ১০০ কোটি রুপি আয়ের সিনেমার ক্লাবে নাম লেখালেও আশানুরূপ আয় করতে ব্যর্থ হয়। তবে এখন আশা ‘জিরো’ দিয়ে। সপ্তাহের বাকি দিনগুলোতে কেমন আয় করে সিনেমাটি সেটিই এখন দেখার অপেক্ষা।

 

Bootstrap Image Preview