Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবা-মায়ের কবরের পাশেই শায়িত হবেন আমজাদ হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ PM আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেনের মরদেহ এখন তার জন্মস্থান জামালপুরের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তার শেষ ইচ্ছেতেই বাবা-মায়ের কবরের পাশেই শায়িত করা হবে। শনিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তাকে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন তার প্রিয়জনরা।    

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ২টা ৫৭ মিনিটে আমজাদ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর এক সপ্তাহ পর গত শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হয়।

আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় আমজাদ হোসেনের মরদেহ। এরপর সেখানে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন বরেণ্য এই নির্মাতার মরদেহে। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় এবং সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে তার মরদেহ নেয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।

আর সেখানে তাকে শ্রদ্ধা জানান চলচ্চিত্রাঙ্গন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের মানুষ। এফডিসিতেও তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ প্রাঙ্গণে এবং সেখানেও তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তারপর জানাজা শেষ করেই তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এই চলচ্চিত্রকারের জন্মস্থান জামালপুরে এবং সেখানেই আগামী রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় শেষ জানাজার পর বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে আমজাদ হোসেনকে।

 

Bootstrap Image Preview