Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফারুকের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ PM আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন প্রান্তে জনসভায় বক্তব্য রাখছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন জনগণের সাথে। এবার তিনি বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের জন্য ভোট চাইলেন শুরবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী এক জনসভায়।

এ সময় তিনি ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী ফারুক,ঢাকা-১১ একেএম রহমত উল্লাহ,ঢাকা-১২ আছাদুজ্জামান খাঁন কামাল,ঢাকা-১৩ সাদেক খান,ঢাকা-১৪ আসলামুল হক,ঢাকা-১৫ কামাল আহমেদ, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লা,ঢাকা-১৭ সাহারা খাতুন এবং ঢাকা-১ আসনে সালমান এফ রহমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন,‘ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী তাকে আপনারা সবাই চেনেন। তিনি নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। অসংখ্য ভালো চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। এবার তিনি আপনাদের সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’

দেশীয় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ফারুক। তিনি মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হবার আগে থেকেই তিনি বিভিন্ন আন্দোলনে অংশ নেন। এমনকি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব স্নেহধন্য একজন মানুষ ছিলেন। মূলত তিনি বঙ্গবন্ধুর দোয়া নিয়েই চলচ্চিত্র জগতে তার ক্যারিয়ার শুরু করেন।

Bootstrap Image Preview