Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম দেখে মা আমাকে চিনতে পারেননিঃ সারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:২২ PM আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:২২ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান একসময় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগে আক্রান্ত ছিলেন। যার জন্য সে সময় তার ওজন ছিল ৯৬ কেজি। অথচ রুপালী পর্দায় পা রাখার আগে যার কিনা নায়িকা হবার মতো কোন শারীরিক গড়নই ছিলনা।  আর সেই কিনা এখন বলিউড কাঁপাচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নবাগত অভিনেত্রী সারা আলি খান বলেন, ‘বাবা সাইফ ও মা অমৃতার মতো আমিও চলচ্চিত্র জগতে ক্যারিয়ার গড়তে চাই।’

তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং সেখান থেকেই তার স্বপ্ন শুরু হয় অভিনয় জগতে আসার। কিন্তু তার দেহের দিকে তাকিয়ে সে স্বপ্ন নিমিষেই মুছে যেত তার। তবে সে সময় তার মা অমৃতাকে জানান তিনি অভিনয় জগতে পা রাখতে চান। পরবর্তীতে তার মা সারাকে ওজন কমানোর পরামর্শ দেন এবং তখন থেকেই শুরু হয় তার ওজন কমানোর অধ্যাবসায়। তিনি সপ্তাহের সাত দিনই জিমে কঠোর ব্যায়াম করতে থাকেন আর এভাবেই তিনি মাত্র দেড় বছরে ওজন ৩০ কেজি কমিয়ে ৬৬ কেজির ছিপছিপে শারীরিক গড়ন নিয়ে আসতে সফল হন।

সারা বলেন, ‘আসলে নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট এর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি। আর আমাকে যখন বিমানবন্দরে মা অমৃতা প্রথম দেখে তখন তিনি আমাকে দেখে চিনতেই পারেননি। সেদিন মা আমার স্যুটকেস দেখে আমাকে চিনতে পেরেছিলেন।’

প্রসঙ্গত,এই নবতারকা নিজের প্রথম ছবিতেই মন জয় করেছেন অসংখ্য দর্শকের। তার অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ অনেক চিত্রসমালোচকেরাও। প্রথম ছবির পর তার দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। আর সে ছবি দেখতেও মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।

 

Bootstrap Image Preview