Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংহ প্রতীক চেয়েছিলেন, কোন প্রতীকই পাননি হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ PM আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


অনেক কাঠখড় পুড়িয়ে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও নির্বাচনী প্রতীক বরাদ্দ পাননি আলোচিত অভিনেতা হিরো আলম।  এই কারণে বগুড়া-৪ আসন থেকে নিজের নির্বাচনী প্রচারণা করতে পারছেন না তিনি।

বুধবার (১২ ডিসেম্বর) থেকেই নির্বাচনী প্রচার শুরু করার কথা ছিল হিরো আলমের। সেই মোতাবেক নির্বাচন কমিশনে হাইকোর্টের আদেশের কপি মঙ্গলবার জমা দিয়ে রাতেই এলাকায় যান তিনি।

কথা ছিল বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে পছন্দের প্রতীক সিংহ চাইবেন। সেই প্রতীক নিয়ে ওই দিনই ভোটের মাঠে নামবেন।

তবে হিরো আলমের দাখিল করা হাইকোর্টের আদেশের কপিটি যাচাইয়ের কথা বলে বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এতে করে হিরো আলমের প্রচার আটকে যায়।

বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ এ বিষয়ে বলেন,‘আশরাফুল আলম (হিরো আলমের প্রকৃত নাম) আদালতের দেয়া যে আদেশের কপি দাখিল করেছেন তা যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।কমিশন এখন যে নির্দেশনা দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

নির্বাচন কমিশনের কালক্ষেপণে বিরক্ত হিরো আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমি নির্বাচনে লড়বই। আমি এর শেষ দেখে ছাড়ব।’

হিরো আলম জানান, বৃহস্পতিবার প্রতীক পাব বলে আশা করছি। প্রতীক পাওয়ামাত্রই ভোটের প্রচারে মাঠে নামব।

 

 

Bootstrap Image Preview