Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকায় ভোট চাইলেন রিয়াজ-ফেরদৌস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


বুধবার (১২ ডিসেম্বর)  বিকেলে গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ।

বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আজ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কোটালিপাড়ায় নির্বাচনী জনসভা করেন শেখ হাসিনা। সেখানে তাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন চলচিত্রের এই দুই নায়ক।

জনসভায় ফেরদৌস বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় আপনারাও শামিল হবেন। নৌকা মার্কায় ভোট দেবেন। ৩০ ডিসেম্বরের এই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন। আপনারা নিজেদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন তরান্বিত করতে নৌকায় ভোট দিন। বিশেষ করে তরুণদের বলব,আপনারা উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। অন্যদেরও নৌকায় ভোট দিতে উৎসাহ দেবেন, সহযোগিতা করবেন।’

নিজের ২০ বছরের অভিনয় বিন্দু পরিমাণ ভালো লেগে থাকলে তার বিনিময়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান ফেরদৌস।

একই জনসভায় চিত্রনায়ক রিয়াজ বলেন,‘আজ আমার সবচেয়ে আনন্দের দিন। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি,এ মাটিতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নাভি পোঁতা এবং তিনি এই মাটিতেই শায়িত। এই মাটিতে আমাদের সমৃদ্ধ বাংলাদেশের কাণ্ডারি শেখ হাসিনার নাভি পোঁতা। আপনাদের সবার নাভি পোঁতা।’

রিযাজ বলেন,‘সামনে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। এদিন আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আমার অভিনয়ের মধ্য দিয়ে আপনাদের যদি বিন্দুমাত্রও বিনোদন দিয়ে থাকি,তার বিনিমিয়ে নৌকায় ভোট চাইব। এই ভোট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ভোটের মাধ্যমে জয়ী হলে পরে আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পালন করব।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

 

 

Bootstrap Image Preview