Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনেতা ও পরিচালক খিজির হায়াৎ খানকে হত্যার দুই পরিকল্পনাকারী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ PM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খিজির হায়াৎ খানকে হত্যার পরিকল্পনাকারী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠণ আনসারুল্লাহ বাংলাটিমের সামরিক শাখার ২ জঙ্গিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃত দুইজন  হলো- মো. এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান। যার সাংগঠনিক নাম সবুজ ওরফে আবু সালমান ওরফে হুজাইফা (৩০)। অপরজন আবু বকর। যার সংগঠনিক নাম ফাহিম আব্দুল্লাহ (২০)।

সোমবার রাজধানীর বনানীর ২৫ নম্বর রোডের ৫১ নম্বর নির্মাণাধীন ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। পরে মঙ্গলবার ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিটিটিসির ডিসি মহিবুল ইসলাম খান বলেন, ‘খিজির হায়াত খান জঙ্গিবিরোধী একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এজন্য তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। কিন্তু হত্যাকা- সংগঠিত হওয়ার আগেই প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্তের পর গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। দুই জঙ্গিকে আদালতের মাধ্যমে ৩দিনের রিমান্ডে অনা হয়েছে। তাদের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।’

সম্প্রতি খিজির হায়াৎ খান ‘মি. বাংলাদেশ’ নামক একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এতে জঙ্গিবাদবিরোধী বার্তা প্রচার করা হয়েছে। এরপর থেকেই খিজির হায়াতকে হত্যার জন্য টার্গেট করে জঙ্গিরা।

 

Bootstrap Image Preview