Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, মার্চ ২০২৪ | ১৬ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন ফারুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকাই সিনেমার মিঞা ভাই খ্যাত অভিনেতা চিত্রনায়ক ফারুক। রাজধানীর গুলশানে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মাঠে মঙ্গলবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণায় নামেন তিনি।

এই সময় ফারুক বলেন,‘নেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে ও নৌকা মার্কা পেয়ে ঢাকা-১৭ আসনের মানুষ অনেক আনন্দিত। তারা নির্বাচনে আমাকে জয়ী করতে প্রস্তুত। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার পাশে থেকে নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিবেন।’

নির্বাচিত হলে কী করবেন? এমন প্রশ্নে ফারুক বললেন,‘আমি যে এলাকার সাংসদ হওয়ার জন্য লড়ছি, পাস করার পর ওই জায়গা আর ওখানকার মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। ওই এলাকার যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করব। আমার হৃদয়ের ভেতরে যেখানে ভালোবাসা আছে, এলাকার সবাইকে সেখানে রাখতে চাই। আর চলচ্চিত্রকে কখনো ভুলতে পারব না। এই চলচ্চিত্র সব সময় আমার মাথার মুকুট হয়ে থাকবে। চলচ্চিত্রের যেকোনো সমস্যা নিয়েও কথা বলব।’

এর আগে গাজীপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে মনোনয়ন কিনেছিলেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। তবে কালীগঞ্জ নয়, দলীয় কয়েক দফা সিদ্ধান্ত গ্রহণ করার পর ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

Bootstrap Image Preview