Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

শেষকালে ভাইজান ‘ব্যাকগ্রাউন্ড’ ড্যান্সার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:২৭ PM আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:২৭ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


ঈশা আম্বানী ও আনন্দ পিরামলের ওয়েডিং সঙ্গীতানুষ্ঠানে ‘কোই মিল গায়া’ গানটির তালে নেচেছেন বলিউডের ভাইজান সালমান খান। কিন্তু তিনি হাজির হয়েছিলেন একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। আর সেই নাচে ‘লিড’ ড্যান্সার হিসেবে ছিলেন ঈশার ভাই অনন্ত আম্বানী। সালমানের পিছের সারিতে থাকা মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

ভাইজান শেষকালে ‘ব্যাকগ্রাউন্ড’ ড্যান্সার! এমনটা কেউ কি ভেবেছিলেন কখনও? বলিউড সুপারস্টার সালমান খানকে বরাবরই সামনের সারিতে দেখতে অভ্যস্ত দর্শক। হঠাৎ করে ব্লকবাস্টার এই নায়ককে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারের ভূমিকায় দেখে থমকে গেছে বলিউড।

অনেকেই আম্বানীদের ‘টাকার দাপট’ এর কাছে তাদের প্রিয় নায়কের নত হওয়ার সমালোচনা করছেন। বছর শেষে সালমানের এমন একটা কাণ্ড করতে হলো বলেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

 

Bootstrap Image Preview