Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চেন্নাই ও মুম্বাই যাচ্ছে ‘কমলা রকেট’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:০৭ PM আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:০৭ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


আগামী ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাইয়ে বসবে ‘১৬তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’।এটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু।

অন্যদিকে একই মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য থার্ড আই ১৭তম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে ‘কমলা রকেট’। এ উৎসবটি শুরু হবে ১৪ ডিসেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের শেষদিন ‘স্পেক্ট্রাম এশিয়া’ বিভাগে দেখানো হবে ‘কমলা রকেট’।

বিভিন্ন ফেস্টিভালে ছবিটির অংশগ্রহণ সম্পর্কে মিঠু বলেন, ‘গেল অক্টোবরে ‘কমলা রকেট’ নিয়ে প্রথম গেলাম শ্রীলঙ্কায়। সেখানে ‘জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘কমলা রকেট’ ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার অর্জনের পাশাপাশি বেশ প্রশংসিতও হয়েছে।

এরপর গেল নভেম্বর মাসে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি খুব প্রশংসিত হয়েছে। তবে ছবিটির পুরস্কার প্রাপ্তির চেয়ে প্রশংসা পাওয়াই আমার জন্য বিরাট প্রাপ্তির বিষয়।’

নূর ইমরান মিঠু পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। এ ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরো অভিনয় করেছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বণে ‘কমলা রকেট’র চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু।

 

 

Bootstrap Image Preview