Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, জুলাই ২০২০ | ২৫ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বিএনপি থেকে পদত্যাগ করলেন মনির খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview


মনোনয়ন না পাওয়া ও দলীয় বিশৃঙ্খলাসহ নানা কারণে কণ্ঠশিল্পী মনির খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করেছেন।

তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রায় ১০ বছর ধরে তিনি এলাকায় বিএনপি দলীয় কার্যক্রম ও গণসংযোগ করেছেন। কিন্তু এমপি নির্বাচনে আর অংশ নেওয়া হলো না তার।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও ঝিনাইদহ-৩ আসনে দলটির কাউকে চূড়ান্তভাবে এখনও ঘোষণা করা হয়নি।

জানা যায়, এই আসনটিতে জামায়াতের ভোট সংখ্যা বেশি হওয়ায় বিএনপি জামায়াত ইসলামীকে আসনটি ছেড়ে দিচ্ছে এবং সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।

শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় মনির খান বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন।

Bootstrap Image Preview