Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অভিনেত্রীরা কে কোন এলাকার ভোটার?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৯ PM আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


চারদিকে বইছে ভোটের হাওয়া। শীতের সঙ্গে পাল্লা দিয়ে কয়েকদিনের মধ্যেই জমে উঠবে প্রচারণা। পোস্টার, ব্যানারে ছেয়ে যাবে সারা দেশ। ভোট দিতে শহরে থাকা অনেকেই ফিরবেন নিজ গ্রামে। নাগরিক দায়িত্ব পালন করতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোট দিতে কেন্দ্রে যাবেন। চলুন জেনে নেয়া যাক অভিনেত্রীদের কে কোন এলাকার ভোটার-

অঞ্জনাঃ বাবা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন। বাংলাদেশ ব্যাংক কলোনিতে বেড়ে উঠেছেন তিনি। স্কুল-কলেজ সবই মতিঝিল। ঢাকা-৮ (রমনা-মতিঝিল) এলাকার ভোটার তিনি। আওয়ামী লীগের সঙ্গে অল্পস্বল্প রাজনীতিতেও সক্রিয় এই অভিনেত্রী।

অরুণা বিশ্বাসঃ অরুণা বিশ্বাসের শৈশবের ঠিকানা ছিল ১১১ পশ্চিম ধানমণ্ডি। সেখানে মা-বাবা, ভাই-বোনের সঙ্গে কৈশোর কাটিয়েছেন। তবে সেই বাড়িটা ২০ বছরের জন্য লিজ নিয়েছিলেন তাঁর বাবা অমলেন্দু বিশ্বাস। শৈশব আর তারুণ্য পেরিয়ে অরুণা এখন উত্তরার বাসিন্দা। বর্তমানে ঢাকা-১৮ (উত্তরা) এর স্থায়ী বাসিন্দা ও ভোটার তিনি। নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছেন অরুণা।

সুচন্দা-ববিতা-চম্পাঃ তিন বোনের শৈশব কেটেছে ঢাকার গেণ্ডারিয়ায়। কৈশোরে ছিলেন গুলশান-বনানী এলাকায়। বর্তমানে তিন বোনই ঢাকা-১৭ আসনের বাসিন্দা। সেই আসনেই ভোট দিবেন এই তিন তারকা।

রোকেয়া প্রাচীঃ শৈশব কেটেছে ঢাকার পল্লবীতে। বাবা ছিলেন মিরপুর শ্রমিক লীগের প্রেসিডেন্ট। এ বছর তিনি আওয়ামী লীগ থেকে ফেনী-৩ আসনের মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি। মনোনয়ন না পেলেও দলকে জয়ী করতে কাজ করবেন তিনি।

রোজী সিদ্দিকীঃ সিদ্দিকবাজারে জন্ম। শৈশবটাও কেটেছে সেখানে। বেড়ে ওঠা মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনিতে। ১৯৯৩ সালে শহীদুজ্জামান সেলিমের সঙ্গে বিয়ে। তারপর থেকে তারা আরামবাগেই থাকছেন।

দিলারা জামানঃ ভারতের বর্ধমানে জন্ম হলেও শৈশবটা কেটেছে পুরান ঢাকায়। বর্তমানে উত্তরা ১২ নং সেক্টরে বাস করছেন।

মিথিলাঃ জন্ম গুলশানে। শৈশব ও কৈশোর কেটেছে পুরানা পল্টন ও সিদ্ধেশ্বরী এলাকায়। বর্তমানে নিকেতনে থাকলেও তিনি গুলশান এলাকার ভোটার।

অপু বিশ্বাসঃ বগুড়ায় জন্ম ও বেড়ে ওঠা। তিনি এখন রাজধানীর বসুন্ধরার বাসিন্দা। তবে বগুড়া থেকেই ভোটার হয়েছিলেন, যা পরবর্তীতে পরিবর্তন করা হয়নি।

সুবর্ণা মোস্তাফাঃ ঢাকার উত্তরার স্থায়ী বাসিন্দা তিনি।

অপর্ণা ঘোষঃ ঢাকার উত্তরাতে থাকলেও চট্টগ্রামের ভোটার এই অভিনেত্রী।

সোহানা সাবাঃ শৈশব কেটেছে এলিফ্যান্ট রোড ও আজিমপুর এলাকায়। তবে তিনি এখন ধানমণ্ডির ভোটার।

আইরিন সুলতানাঃ ঢাকায় পান্থপথে বসবাস করলেও তিনি যশোরের ভোটার।

মৌটুসী বিশ্বাসঃ ঢাকার বসুন্ধরায় থাকলেও জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তবে তিনি খুলনার ভোটার। সেখানে তার শ্বশুর বাড়ি।

বর্ষাঃ শ্বশুরবাড়ির সূত্রে আদাবরের ভোটার।

আনিকা কবির শখঃ পুরান ঢাকার বাসিন্দা।

তানিয়া আহমেদঃ উত্তরা এলাকার বাসিন্দা।

নিপুন আক্তারঃ এই অভিনেত্রী গুলশানের ভোটার।

নুসরাত ইমরোজ তিশাঃ বনানী এলাকার ভোটার।

নুসরাত ফারিয়াঃ মিরপুর এলাকার বাসিন্দা।

পপিঃ ঢাকায় বসবাস করলেও তিনি খুলনার ভোটার।

পূর্ণিমাঃ ঢাকাই চলচ্চিত্রের এই মিষ্টি মুখ শাহবাগ এলাকার ভোটার।

জান্নাতুল ফেরদৌস পিয়াঃ জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। তবে বর্তমানে তিনি বনানীর বাসিন্দা। সেখানকারই ভোটার তিনি।

বিদ্যা সিনহা মিমঃ বনানী এলাকার বাসিন্দা।

শাবনূরঃ ইস্কাটন এলাকার ভোটার।

মৌসুমীঃ উত্তরার ভোটার।

মাহিয়া মাহীঃ উত্তরার ভোটার।

পরীমনিঃ বনানীর ভোটার।

মেহজাবিন চৌধুরীঃ উত্তরার ভোটার।

মেহের আফরোজ শাওনঃ ধানমণ্ডির ভোটার।

রিচি সোলায়মানঃ ধানমণ্ডির ভোটার।

শবনম বুবলিঃ উত্তরার ভোটার।

সারা জাকেরঃ বনানীর ভোটার।

নাদিয়াঃ ছোটবেলা কেটেছে ঢাকার বিজয় নগরে। বর্তমানে তিনি উত্তরার বাসিন্দা।

পিয়া বিপাশাঃ নিকেতনের ভোটার।

ভাবনাঃ ধানমণ্ডি এলাকার ভোটার।

বাঁধনঃ মিরপুরের ভোটার।

মারিয়া নূরঃ লালমাটিয়া এলাকার ভোটার।

Bootstrap Image Preview