Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক বিয়েতে এত খরচ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:২১ PM আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন দুই দেশের দুই তারকা প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। নিজেদের জীবনের বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে কোন কার্পণ্য করেননি এই জুটি। তাদের বিয়ে নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি ছিলো না। তবে ‘প্রিনিক’ জুটির বিয়ের খরচ শুনলে চোখ কপালে উঠবে!

বিয়ে উপলক্ষে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ভারতের যোধপুরের উমেদ ভবন ভাড়া নিয়েছিলেন প্রিয়াংকা নিক। তাদের নির্ধারিত পাঁচ রাতের ভাড়া প্রদানের জন্য ব্যয় হয়েছে মোট ৩ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার টাকা।

গেলো ১ ডিসেম্বর খ্রিস্টান রীতিতে ১৮ ফুট লম্বা বিশাল একটি কেক কাটার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রিয়াংকা-নিক। ঝলমলে শুভ্র গাউন পরে হাজির হন দেশি গার্ল। বিয়েতে মার্কিন ডিজাইনার রাফ লরেনের ডিজাইনের গাউনের সঙ্গে বিশাল এক ওড়না মাথায় হাজির হন এ অভিনেত্রী। তার এ গাউন তৈরিতে সময় লেগেছে ১৮২৬ ঘণ্টা। বিয়েতে সব থেকে বেশি নজর কেড়েছে তার মাথার ৭৫ ফুট লম্বার ওড়নাটি। আর এই ওড়না সামলানোর জন্য নিয়জিত ছিলেন ৬ জন মানুষ। প্রিয়াংকার গাউনটি ২৩ লাখ মুক্তা দিয়ে ডিজাইন করা হয়েছেন। তার কানের দুলে ছিল ৭.৬৩ ক্যারেট হীরা। আর তার মাথায় আটকানো ওড়নাতে ছিল ১২.২৬ ক্যারেট হীরা।

এছাড়া ২ ডিসেম্বর হিন্দু রীতিতে নিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রিয়াংকা। হিন্দু রীতিতে অনুষ্ঠিত হওয়া বিয়েতে ভারতীয় জিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা লাল রঙের একটি লেহেঙ্গা পরেন তিনি। তার এ লেহেঙ্গাটি তৈরি করতে সময় লেগেছে ৩৭২০ ঘণ্টা। লেহেঙ্গাটি এমব্রয়ডারি করেছেন ১১০ জন শিল্পী। নববধূর গয়নার ডিজাইনও করেছেন সব্যসাচী মুখার্জি। ২২ ক্যারেট সোনার উপর জাপানি মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে গয়না। বিয়ের নেকলেসটি তৈরি করা হয় ৮৪.৫০ ক্যারেট হীরা দিয়ে।

বিয়ে উপলক্ষে এ যুগলের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ভারতের যোধপুরে পৌঁছানোর খরচও একেবারে কম ছিল না। তাদের বিমানের টিকেটের মূল্য ছিল ৬ লাখ থেকে ১৭ লাখ টাকা পর্যন্ত। প্রিয়াংকা-নিকের বিবাহপূর্ব সংগীতানুষ্ঠানে খরচ হয়েছে ৫১ লাখ টাকা।

এদিকে টিফিনি স্টোর থেকে কেনা প্রিয়াংকার বিয়ের বাগদানের হীরার আংটিটির মূল্য ২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা। বিয়ের আতশবাজিতে খরচ করা হয়েছে ৪ থেকে ২৫ লাখ টাকা।

Bootstrap Image Preview