Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিরো আলমের ভাস্কর্য!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর আলোচিত মুখ আশরাফুল আলম। যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত। কখনো নিজের নির্মিত ভিডিও, কখনো মডেল, কখনো অভিনয়, কখনো আবার বলিউড ছবিতে অভিনয়ের চুক্তি করার খবর প্রকাশ হয়েও আলোচনায় থাকতে দেখা যায় তাকে।

এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়ে নতুন করে আলোচনায় আসা আলোচিত অভিনেতা হিরো আলমের একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উত্তম কুমার নামের এক শিক্ষার্থী এ ভাস্কর্যটি তৈরি করেছেন। তিনি ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র। যদিও এখনও কিছু কাজ বাকি রয়েছে। তবে হিরো আলমের মুখের অবয়ব তৈরি সম্পন্ন হয়েছে।

এ দিকে খবর পেয়ে হিরো আলম নিজেই ভাস্কর্যটি দেখতে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, চেহারা কোনো ফেক্টর নয়। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় বিষয়। ভালোবাসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি।

ভাস্কর্যের কাজ অনেকটা শেষের দিকে হলেও এই ভাস্কর্য কোথায় স্থাপন করে হবে তা নিয়ে অনিশ্চিত রয়েছে।

এ প্রসঙ্গে ভাস্কর উত্তম জানান, হিরো আলম সবাইকে দেখিয়ে দিয়েছেন, অবৈধ অর্থে আমির হওয়া যায় ঠিকই কিন্ত শিল্পীর ভালোবাসা পেতে হলে প্রকৃত মানুষ হতে হয়। বর্তমানে ভাস্কর্যটি উত্তমের কাছে সংরক্ষিত আছে।

Bootstrap Image Preview