Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পা দেখা যাওয়ায় মিশরে লঙ্কাকাণ্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪৭ PM আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪৭ PM

bdmorning Image Preview


কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বিশেষ একটি পোষাকে হেঁটেছিলেন মিসরের অভিনেত্রী রানিয়া ইউসেফ। তার পরিহিত সেই পোশাকে পায়ের অংশ দেখা যাচ্ছিল। আর তাতেই নিজ দেশে তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন রানিয়া।

মুসিলম অধ্যুষিত রক্ষণশীল দেশ মিসর। শুধু পা প্রদর্শনকেই অশ্লীল হিসেবে বিবেচনা করছেন সেখানকার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রানিয়ার ছবি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। আইনজীবীদের একটি দল এই ব্যাপারে অভিযোগ জানানোর পর আগামী ১২ জানুয়ারি তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। দোষী সাব্যস্ত হলে রানিয়া ইউসেফ পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন রানিয়া ইউসেফ। রানিয়া তার ক্ষমা চাওয়া পোস্টে লিখেছেন, ‘পরিধান করার জন্য যখন এই পোশাকটি নির্বাচন করেছিলাম, তখন সম্ভবত আমি বেহিসাবী ছিলাম। প্রথমবারের মতো আমি এ পোশাক পরেছি এবং বুঝতে পারিনি এতে এত বেশি স্ফূলিঙ্গ ছড়াবে। আমরা মিসরীয় সমাজে যে মূল্যবোধ তৈরি করেছি, তার প্রতি আমার পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করছি।'

Bootstrap Image Preview