Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুক নিয়ে বিপাকে কনকচাঁপা

কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক 

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৫ PM আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী  ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হয়েছে। রাজধানীর পল্টন থানায় এ অভিযোগ জানিয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জসিম বলেন, ‘আমরা কনকচাঁপার অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এখনও এ ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। তবে জিডি করার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।'

আজ মঙ্গলবার সকাল থেকেই এই তারকা কণ্ঠশিল্পীর ফেসবুক প্রোফাইলে তার নামের পাশে ‘দিস প্রোফাইল ইজ লকড’ দেখানো হচ্ছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানিয়েছেন, কনকচাঁপার আইডি হ্যাকড নিয়ে তাদের কাছে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

জিডিতে কনকচাঁপা উল্লেখ করেছেন, গত ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা তার আইডিটি হ্যাক হয়। এর পর হ্যাকাররা আইডি ফেরত দেয়ার জন্য মেসেঞ্জারে তার কাছে অর্থ দাবি করে।

এ ব্যাপারে কনকচাঁপা বলেন, ‘বিগত বেশ কয়েকদিন আমি চেষ্টা করেছি আমার আইডি এবং ফ্যান পেজ উদ্ধারের জন্য। কিন্তু কোনভাবেই তা উদ্ধার করা যাচ্ছেনা। আমি বিষয়টি সাইবার ক্রাইমে অবগত করেছি। পাশাপাশি পল্টন থানায় এই বিষয়ে অবগত করে সাধারণ ডায়েরিও করেছি।’

প্রথিতযশা এই শিল্পী বলেন, ‘যেহেতু আমার ফেসবুক আইডি এবং ফ্যান পেজ আপাতত আমার কন্ট্রোলে নেই তাই যদি এর পরবর্তী সময়ে কোনও ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেয়া হয় তাহলে এর দায়ভার আমার থাকবে না।’

তিনি বলেন, ‘আমি একজন সঙ্গীতশিল্পী। এদেশের গান পাগল মানুষ আমার গানকে ভালোবেসে। তারা আমাকে আজকের কনকচাঁপায় পরিণত করেছেন। দেশ এবং দেশের মানুষের জন্য একজন শিল্পী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি নিবেদিত হয়ে সারা জীবন কাজ করে যেতে চাই।’

Bootstrap Image Preview