Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিস ওয়ার্ল্ডের ফাইনালে বাংলাদেশের ঐশী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১০:২২ PM আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশে থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮ তম আসরে অংশগ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আর এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে নিজের স্থান করে নিয়েছেন ঐশী। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে ফাইনালে পৌঁছেছেন ঐশী। 

গত শুক্রবার (৩০ নভেম্বর) রাতে মিস ওয়ার্ল্ড ফেসবুক পেজে আয়োজকরা জানান,বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে সেরা ৩০ নির্বাচিত হয়েছে। আর এর মধ্যে দিয়ে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের ২০টি গ্রুপের প্রতিটি বিজয়ীরা পৌছে গেছেন ফাইনালে এবং ঐশী তাদেরই একজন।

গত আসর থেকে যুক্ত হওয়া ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগে এবার কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত করা হয়েছে ড্রয়ের মাধ্যমে। এরপর সব মিলিয়ে সাজানো হয় মোট ২০টি গ্রুপ।অন্য গ্রুপের বিজয়ী দেশগুলোর মধ্যে রয়েছে মরিশাস, ফ্রান্স, ভেনেজুয়েলা, ফিলিপাইন,নাইজেরিয়া,চিলি,লেবানন,মালয়েশিয়া,গোয়াডলুপ,মিয়ানমার,ভারত,নেপাল,সিঙ্গাপুর,থাইল্যান্ড,বুলগেরিয়া,মেক্সিকো,ত্রিনিদাদঅ্যান্ড টোবাগো,আর্জেন্টিনা ও উগান্ডা।

‘হেড টু হেড’ চ্যালেঞ্জের গ্রুপ সিক্সে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ ঐশীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন ডেনমার্কের টারা জেনসেন,ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের ইয়াদালি টমাস সান্তোস,ব্রাজিলের জেসিকা কারভালহো,আয়ারল্যান্ডের ইফা ও সুলিভান ও চীনের পিরুয়ি মাও। এই সবাইকে টপকিয়ে সেরাদের তালিকায় নাম লেখালেন পিরোজপুরের এই তরুণী।

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের এই প্রথম রাউন্ডে প্রিয় প্রতিযোগীকে ভোট প্রদানের জন্য চাররকম পদ্ধতি ছিল। আর এগুলো হলো প্রত্যেক দেশের মিস ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক পেজে লাইক সংখ্যা, এরপর মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে কন্টেস্ট্যান্টস অপশনে গিয়ে ভোট প্রদান, তারপর আবার অফিসিয়াল মবস্টার অ্যাকাউন্টে প্রতিযোগীদের ছবিতে লাইক দেওয়া ও কমেন্ট করা এবং সবশেষে মডেল পাওয়ার লাইভের নির্দিষ্ট লিংকে ক্লিক করে পছন্দের প্রতিযোগীকে লাইক দেওয়া। প্রথম এই রাউন্ডের জন্য ভোট প্রদানের শেষ সময় ছিল ২৮ নভেম্বর।

এই চারটি প্ল্যাটফর্মে সেরা প্রতিযোগীরাই স্থান করে নেন ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের দ্বিতীয় রাউন্ডে। আর সেটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ‘মিস ওয়ার্ল্ড’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় বিজয়ীদের নাম।

আর এদিকে মিস ওয়ার্ল্ড ট্যালেন্ট ফাইনালে অস্ট্রিয়া, মিসর,রুয়ান্ডা, চিলি ও জাম্বিয়ার প্রতিযোগীদের পাশাপাশি নৃত্য পরিবেশন করে বিচারকদের মন মাতিয়েছেন বাংলাদেশের ঐশী। আগামী ৮ ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’র জমকালো গ্র্যান্ড ফিনাল এবং সেখানেই ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম। গতবারও একই ভেন্যুতে এই প্রতিযোগিতাটা হয়েছিল। আর ২০১৮ সালের সেই বিশ্বসুন্দরীকে মুকুট পরিয়ে দেবেন গতবারের মিস ওয়ার্ল্ড ভারতের মানুষী চিল্লার।

 

 

 

Bootstrap Image Preview