Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হোটেল থেকে প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


শনিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর পান্থপথে অবস্থিত হোটেল ওলিও ড্রিম হ্যাভনের একটি কক্ষ থেকে প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফোনিক্স ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট সৈয়দ সাখাওয়াত কামাল।

ফোনিক্স ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট সৈয়দ সাখাওয়াত কামাল বলেন,‘আমরা আনোয়ার হোসেন স্যারকে আমাদের দেশে এনেছিলাম ‘বাংলাদেশ ইন্টারন্যশলান স্যালন-২০১৮’র জুড়ি হিসেবে। গত ২৩ নভেম্বর তিনি ফ্রান্স থেকে ঢাকায় আসেন। এরইমধ্যে  আমাদের সকল কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছিলো। শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার বাকি ছিল। যার জন্য শনিবার সকাল ৭টার দিকে আমাদের ক্লাবের কয়েকজন তার সঙ্গে দেখা করতে হোটেলে যায়। তারা কক্ষের বাইরে থেকে অনেক ডাকাডাকি করে তাকে কিন্তু কোন সাড়া না পেয়ে একসময় আমরা পুলিশের শরণাপন্ন হই। এরপর পুলিশ এসে কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করে।’

এই প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বলেন, ‘ আমরা খবর পেয়ে শনিবার সকাল ১১টার দিকে হোটেলে যায়। এরপর হোটেলের ৮০৯ নম্বর কক্ষের দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করে দেখি বিছানায় তার নিথর দেহটি পড়ে থাকতে। তবে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তার মরদেহের পাশ থেকে কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশা করি প্রতিবেদনটি হাতে আসলে আমরা মৃত্যুর কারণটি জানতে পারবো।’

তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরান ঢাকার আগানবাব দেউড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ‘সূর্যদীঘল বাড়ি’ খ্যাত শ্রেষ্ঠ এই চিত্রগ্রাহক এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘এমিলের গোয়েন্দা বাহিনী’,‘পুরস্কার’,‘অন্য জীবন’ এবং ‘লালসালু’।  

 

Bootstrap Image Preview