Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমজাদ হোসেনের হার্টবিট ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:১৩ PM আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে হার্টবিট ও ব্লাড প্রেসার। বর্তমানে তার চিকিৎসা চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। আমজাদ হোসেনের ছেলে নির্মাতা সোহেল আরমান এ কথা জানিয়েছেন।

সোহেল আরমান আরও বলেন,‘এখন কিডনি ইনফেকশন এর জন্য ডায়ালাইসিস চলছে। আরও কিছু জটিল সমস্যা নিয়ে ডাক্তাররা এখনও নিরলস পরিশ্রম করছেন।’

আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার উন্নত চিকিৎসার খরচ বাবদ ৪২ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমজাদ হোসেন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তোমার আমার’। এরপর অভিনয় করেন ‘হারানো দিন’ ছবিতে।

পরিচালক হিসেবে তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমজাদ হোসেন ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’,‘প্রাণের মানুষ’,‘সুন্দরী বধূ’,‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘গোলাপী এখন বিলেতে’র মতো দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন।

Bootstrap Image Preview