Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘হিপ হপ ফেস্ট’ মাতালেন পূর্ণিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৪ PM আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


হিপ হপ ফেস্টের মঞ্চে অন্য তারকাদের সঙ্গে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। মঞ্চে উঠার পর তার হাতে মাইক্রোফোন যেতেই দর্শকেরা চিৎকার শুরু করে দেন। দর্শকদের চিৎকার শুনে মাইক্রোফোন ধরে কয়েক মিনিট ধরে দাড়িয়ে থাকেন  এই অভিনেত্রী।

এরপর দর্শকেরা পূর্ণিমাকে নাচ করার জন্য অনুরোধ করতে থাকে এবং তখন পূর্ণিমা বলেন, ‘নাচ থাক,চলুন আপনাদের গান শোনাই’। এরপর পূর্ণিমা নাচের বদলে ‘আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে,আমায় উদাসী বানাইলো রে মরার কোকিলে এই গান গেয়ে দর্শকদের আনন্দ দিলেন। আর এভাবে গান গেয়েই দর্শকদের মন তিনি খুশি করেন।

‘হিপ হপ ফেস্ট’র ৪র্থ আসরে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে এই মজার ঘটনাটি ঘটে। এই উৎসবটি অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র (আইসিসিবি) নবরাত্রি হলে।

এই উৎসবে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-চিত্রনায়ক ফেরদৌস,নিরব,চিত্রনায়িকা অপু বিশ্বাস,নিপুন,তানহা তাসনিয়া, তমা মির্জা,সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর,নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং র‍্যাম্প মডেল-কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।

এই উৎসবটি সন্ধ্যা ৭টায় ফ্যাশন শো’র মধ্য দিয়ে শুরু করা হয়। এরপর একে একে মঞ্চে পারফর্ম করতে থাকে বাংলা মেন্টালস,বিশাল করিম,ঘোস্ট ইন দ্য সিটি,জালালি সেট,ডি-হ্যাজ ও রাজত্ব’র মতো র‍্যাপ দল এবং অনুষ্ঠানটিতে ডিস্ক জকি হিসেবে ছিলেন ডিজে রিওন ও ডিজে জি।

সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন,‘ যদি এখানে না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না যে, আমাদের দেশের ছেলেমেয়েরাও আন্তর্জাতিক মানের পারফর্মারদের চেয়ে কোনো অংশে কম না। আর এরপর থেকে আমি প্রতিবার এই  উৎসবটির সঙ্গে থাকবো।’

এরপর জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস বলেন,‘প্রতি বছর আমরা এই বিশেষ দিনটির জন্যই অপেক্ষা করে থাকি। কারণ সারা বছরতো  আমরা মানুষকে আনন্দ দেয়ার চেষ্টা করি,আর এদিন আসি শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়জন করার জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ দিতে চাই।’

হিপ হপ ফেস্ট’র আয়োজক হিসেবে আছে রঁদেভু প্রাইভেট লিমিটেড। এই উৎসবটির টাইটেল স্পন্সর করেছেন  এসিঅনলাইনবিডি.কম ও নোকিয়া অ্যানড্রয়েড স্মার্টফোন এবং উৎসবটির কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড,এ কবির আর গ্রুপ ও মোবাইল ওয়ার্ল্ড লিমিটেড।

 

 

 

Bootstrap Image Preview