Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চুর অবর্তমানে গাইবেন তার ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:০৫ PM আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview


আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই’র আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০১৮’। শুরু থেকেই এই উৎসবের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সদ্য প্রয়াত গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড দল এলআরবি। আর সেই ধারাবাহিকতায় এবারও উৎসবের অন্যতম চমক হয়ে থাকছে এই ব্যান্ডটি এবং আইয়ুব বাচ্চুর অবর্তমানে নেতৃত্ব দেবেন তারই ছেলে তাজোয়ার।

চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) এমনটাই জানান এই উৎসবের আয়োজকরা। এই অনুষ্ঠানে এলআরবি ছাড়াও অংশ নিচ্ছে আরও ১৬টি ব্যান্ড দল।

সংবাদ সম্মেলনে জানা যায়, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ১৭টি ব্যান্ড দলের সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে এবং অনুষ্ঠানটি চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই উৎসবে সর্বশেষ পারফর্ম করবে এলআরবি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, ‘৫ বছরের এই ব্যান্ড ফেস্ট উৎসবের সফলতা উল্লেখ করার মতো অবস্থানে এখন পৌঁছেছে। আইয়ুব বাচ্চুর নেতৃত্বে এই ফেস্টের যাত্রা করা শুরু হয়।  এবার আরও ব্যাপক পরিসরে এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এমনকি আইয়ুব বাচ্চু মারা যাওয়ার কিছুদিন আগেও এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু দুঃখের ব্যাপার তিনি উৎসবটি দেখে যেতে পারলেন না। তবে আশার কথা,আমারা তার সন্তান ও ব্যান্ডকে  পাচ্ছি।’

এই সংবাদ সম্মেলনে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজসহ আরও উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক নন্দন পার্কের এডভাইজার এন্ড সিইও লে. ক. (অব.) তুষার-বিন  ইউনুস,রেনেসাঁ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ফয়সাল সিদ্দিকী বগি, এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য স্বপন,ফিডব্যাকের লাবু রহমান,বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী এবং অবসকিউরের টিপু প্রমুখ।

এবারের এই ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে এলআরবি ছাড়াও উচ্চারণ,ডিফারেন্ট টাচ, অবসকিউর, তীরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল-সহ মোট ১৭টি দল। উৎসবটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ে। অনুষ্ঠানটির  উপস্থাপনায় থাকবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং পরিচালনায় থাকবেন অনন্যা রুমা।

Bootstrap Image Preview