Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে প্রতিষ্ঠিত করতেই কি সিনেমা বানাচ্ছেন মাসুম আজিজ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview


নানা জটিলতায় দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে গত ১৯ অক্টোবর সরকারি অনুদানে নির্মিত নন্দিত অভিনেতা মাসুম আজিজ পরিচালিত প্রথম সিনেমা ‘সনাতন গল্প’  সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘দিলপাশার ব্রিজ অপারেশন’ নামে দ্বিতীয় সিনেমা পরিচালনার কাজে হাত দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই মুখ। নতুন এই ছবিতে অভিনয় করবেন তার ছেলে উৎস জামান।

এ প্রসঙ্গে মাসুম আজিজ  বলেন,‘নতুন সিনেমার প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। আশা করছি আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যেই  সিনেমাটির শুটিং শুরু করতে পারব।’

তিনি আরো বলেন, ‘মূলত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ঘিরে এই সিনেমাটির গল্প নির্মাণ করা হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবে আমার ছেলে। এমনকি আমার প্রথম সিনেমা ‘সনাতন গল্প’তেও  সে অভিনয় করেছিল।’

নিজের দুটি ছবিতেই ছেলেকে অভিনেতা হিসেবে দেখতে চেয়েছেন মাসুম আজিজ। তাহলে কি ছেলেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেই সিনেমা বানাচ্ছেন তিনি? পরিচালকদের মধ্যে স্বজনপ্রীতি বিরাজ করলে কি নতুন কোন মুখের সুযোগ হবে? এমন নানান প্রশ্নের জন্ম নেয়াটা স্বাভাবিক। মাসুম আজিজ তার ছেলেকে দিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কতটা ভূমিকা রাখবে সেটা সময়ই বলে দিবে। উৎস ছাড়াও নতুন এই সিনেমায় আরও অভিনয় করবেন নাদের চৌধুরী,শ্যামল,আল-আমীন ও জয়রাজসহ আরও অনেকে।

Bootstrap Image Preview