Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমজাদ হোসেনকে দেখতে গিয়ে কাঁদলেন তিন বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:৩১ PM আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview


চলতি মাসের গত ১৯শে নভেম্বর চারমাস পর কানাডা থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতা। দেশে ফিরেই গেলো বুধবার (২১ নভেম্বর) চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে দেখতে হাসপাতালে ছুটে যান তিনি। সে সময় তার সঙ্গে ছিলো দুই বোন সুচন্দা ও চম্পা।

ববিতা বলেন,‘কানাডার বিমানবন্দরে বসেই আমজাদ ভাইয়ের হাসপাতালে ভর্তির খবরটা পাই। এরপর বিমানে থাকার কারণে বিস্তারিত খবর জানতে পারিনি। ঢাকায় এসে বাড়িতে একটু বিশ্রাম নিয়েই হাসপাতালে এসেছি তাকে দেখতে।’

রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমজাদ হোসেন। হাসপাতালের নিচে ববিতার সঙ্গে দেখা হয় আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমানের। এরপর তারা তিন বোনকে নিয়ে যান আইসিইউ’র সামনে এবং সেখানে গিয়ে দেখা হয় আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া আখতারের সঙ্গে।

সে সময় ববিতাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন সুরাইয়া আখতার। ববিতাও সেসময় কান্নায় ভেঙে পড়েন। বাংলাদেশের বরেণ্য এই অভিনেত্রী যখন কাঁদছিলেন তার পাশে ছিলেন বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা। সে সময় আশপাশের সবার চোখ  টলমল করছে। হঠাৎ করেই সেখানে একটা আবেগপ্রবণ দৃশ্য তৈরি হয়ে যায়।

ববিতা বলেন,‘অনেক সুখ-দুঃখের স্মৃতি রয়েছে আমাদের। কিন্তু এতদিন পর ঢাকায় ফিরে এমন একটি খবর পাব সেটা কখনও আশা করিনি। আমার জীবনে যে ক’টি সিনেমা মাইলস্টোন হয়েছে তার মধ্যে একাধিক ছবির পরিচালক হিসেবে ছিলেন আমজাদ ভাই। সবার কাছে আমজাদ ভাইয়ের সুস্থতার জন্য আমি দোয়া চাই তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে বিদেশে নেয়ার প্রক্রিয়া চলছে। তার চিকিৎসার সকল ধরনের খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview