Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলের জন্য আবারো একসঙ্গে শাকিব-অপু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:৩৪ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


একমাত্র পুত্র আব্রাম খান জয়কে স্কুলে ভর্তি করাবেন শাকিব খান ও অপু বিশ্বাস। ছেলেকে ভর্তি করানোর জন্য রাজধানীর বারিধারা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে নিয়ে গেছেন সুপারস্টার সাকিব খান ও অপু বিশ্বাস।

সোমবার সকালে স্কুলে গিয়ে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ভর্তির জন্য ফরমও পূরণ করেছেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস।

স্কুলটিতে ভর্তির আনুষ্ঠনিকতা সম্পন্ন হলেও কিছু নিয়ম আছে। এই স্কুলে ভর্তি হলে হলে আরো কয়েকমাস অপেক্ষা করতে হবে। কারণ তিন বছর না হলে স্কুলে ভর্তি হতে পারবে না জয়। তাদের এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এ বিষয়ে শাকিব খান বলেন, জয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এই স্কুলে তাকে ভর্তি করাতে পারব। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে।

অপু বিশ্বাস এ বিষয়ে বলেন, শাকিব খান জয়ের সবকিছুতেই অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি ভাবতেও পারিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।

তিনি আরও বলেন, সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। স্কুলের পরিবেশ দেখে জয়ও অনেক খুশি। কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেল। তবে আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।

Bootstrap Image Preview