Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিএনপির হয়ে কি মাঠে নামবেন ময়ূরী?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:৫০ PM আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:৫০ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী ময়ূরী। খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্যে বেশ পরিচিতি পান তিনি। অনেকদিন ধরেই অভিনয়ের সঙ্গে সংযোগ নেই তার। সম্প্রতি শোনা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লড়বেন তিনি।

কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ময়ূরী। তিনি বলেন, ‘আমার নির্বাচনে আসার খবরটি সম্পূর্ণই গুজব। কোনো সম্ভাবনাই নেই আমার রাজনীতিতে আসার। বিএনপির সঙ্গে কখনোই কোনোরকম ব্যক্তি সম্পর্কও ছিল না আমার।’

ময়ূরী আরও বলেন, ‘আমার কিছু কাছের মানুষ ও বন্ধুরা আছেন যারা আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে কোনোরূপ সম্পৃক্ততা নেই আমার। কিন্তু কে বা কারা নিজের ইচ্ছামতো আমাকে বিএনপি থেকে নির্বাচনে নামিয়ে ফেলেছেন। সারাদিন অনেক গুজব শুনেছি আমার মনোনয়নপত্র কেনা নিয়ে। কিন্তু এটি মিথ্যা। আমি নির্বাচনও করছি না, রাজনীতিতেও নেই।’

প্রসঙ্গত, নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে ঝড় তোলেন ময়ূরী। এরপর প্রায় ১০ বছর দাপিয়ে অভিনয় করেছেন। ২০০৫ সালের পর আড়ালে চলে যান তিনি। বর্তমানে ধর্ম-কর্ম ও সংসারের ব্যস্ততার মাঝে আছেন তিনি।

Bootstrap Image Preview