Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন নিয়ে শাকিবের ফাঁকা আওয়াজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview


গত শনিবার (১০ নভেম্বর) সারাদেশে গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। কিন্তু রাত না পেরুতেই তিনি বলেন, এখনই নির্বাচন করতে চান না। আপাতত এই সময়টা চলচ্চিত্রে অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান।

তার এই মনোনয়নপত্র কিনতে চাওয়ার ঘটনা নিয়ে হঠাৎ করেই নতুন করে আবার গুঞ্জন শুরু হয়। গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) এফডিসিতে এই অভিনেতার একটি ছবির শুটিং চলাকালীন সময় ছবির পরিচালক ও ইউনিটের সঙ্গে চলচ্চিত্র সহকারি পরিচালকদের দ্বন্দ্ব বাঁধে। এ সময় শাকিব নিজেও সেই বিবাদে জড়িয়ে পড়েন। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের জন্য সেই ঘটনার কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। এ কারণে শাকিব হঠাৎ করেই সাংবাদিকদের উপরে চড়াও হন এবং মুঠোফোন কেড়ে নিয়ে সব ফাইল মুছে দেন।

গত শনিবার (১০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে ভুক্তভুগি এই দুই সাংবাদিক জিয়া উদ্দিন আলম ও সুদীপ্ত সাইদ খান তাদেরকে হেনস্তা করার জন্য লিখিত অভিযোগ করেন। সাংবাদিকদের হেনস্তা করা এবং তাদের পেশাগত কাজে এই অভিনেতার বাঁধা দেয়ার ঘটনা নিয়ে এখন চলচ্চিত্র পাড়ায় বিরাজ করছে উত্তাল এক পরিবেশ।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনা ধামাচাপা দেয়ার জন্যই শাকিব মূলত নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাটি দিয়েছিলেন। এই ঘোষণাটির মধ্য দিয়ে তিনি সাংবাদিক হেনস্তার ঘটনাকে অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করেন।

হেনস্তার শিকার সাংবাদিক সুদীপ্ত সাঈদ খান বলেন, ‘আসলে সাংবাদিকদের হেনস্তার খবরটি ঢাকতেই তার এই ফাঁকা আওয়াজ।’

Bootstrap Image Preview