Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীঃ জ্যোতিকা জ্যোতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৭:৩৯ PM আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। গত রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মনোনয়নপত্র কিনেছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে নমিনেশন পত্র কিনেছেন অভিনেতা ফারুক,শাকিল খান, অভিনেত্রী তারানা হালিম,রোকেয়া প্রাচী, কণ্ঠশিল্পী মমতাজ সহ আরও অনেকেই। এবার তাদের দলে নাম লেখালেন ‘জীবন ঢুলী’ খ্যাত এই তারকা।

এর আগে ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনেও আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন জ্যোতি। কিন্তু পরবর্তীতে দল মনোনয়ন না দিলেও আসনটিতে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজিম উদ্দিনের পক্ষে ভোটের মাঠে সক্রিয় ছিলেন তিনি।

জ্যোতিকা জ্যোতি বলেন,‘আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তাই আওয়ামী লীগের হয়ে কাজ করে যাবো। আমার এলাকার লোকজন,পরিচিতজন এমনকি আমার পরিবারের লোকজনও চায় আমি রাজনীতিতে যুক্ত হই। এলাকার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশা বিশেষ করে তরুণ প্রজন্ম চায় আমি নির্বাচনে প্রার্থী হই। তাই নোমিনেশন পত্র কিনেছি।’

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতির জন্মস্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। পড়াশুনা করেছেন ইংরেজি সাহিত্যে। তার অভিনয়ের হাতেখড়ি ময়মনসিংহ নগরীর স্বনামধন্য বহুরূপী থিয়েটারে। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিত থাকেন বড় পর্দা ও ছোট পর্দার এই অভিনেত্রী।

Bootstrap Image Preview