Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির মনোনয়ন ফরম নিলেন কনকচাঁপা ও মনির খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৪১ PM আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিনোদনজগতের পরিচিত মুখ খ্যাতনামা দুই কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও মনির খান। ঝিনাইদহা- ৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসন থেকে প্রার্থী হতে চান কনকচাঁপা। আর ঝিনাইদহা- ৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসন থেকে প্রার্থী হতে চান মনির খান।

সোমবার (১২ নভেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর প্রথম দিনই ফরম সংগ্রহ করেন তারা। এর আগে বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেন আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও হেলাল খান।

এ ব্যাপারে কনকচাঁপা বলেন, এলাকাবাসী চাইছেন আমি নিজ এলাকা থেকে নির্বাচন করি। এজন্য এলাকাবাসীর ভালোবাসায় মানুষের সেবা করতে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য অনেক আগেই দলের প্রেসিডিয়াম সদস্যরা আমাকে মৌখিকভাবে মনোনয়ন দিয়ে দিয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

বিএনপির রাজনীতি সম্পর্কে কনকচাঁপা বলেন, ‘আমার রাজনৈতিক আদর্শ হচ্ছেন- ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান। তাদের অনুপ্রেরণাই রাজনীতিতে আসা। নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করতে দেশবাসীর কাছে দোয়া চান সংগীতশিল্পী কনকচাঁপা।

এদিকে মনির খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। নির্বাচন উপলক্ষে তার নিজ এলাকায় গণসংযোগও করেছেন এ শিল্পী।

এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আমার নির্বাচনী প্রচার চালিয়ে আসছি। এখন যদি কেন্দ্র থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি অবশ্যই নির্বাচনে জয়ী হবো। কারণ আমার এলাকার মানুষেরা আমাকে কত ভালোবাসে তা নির্বাচনের মাধ্যমে দেখতে পারবেন। যদি দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই আমি নির্বাচনে জয় লাভ করব।

এর আগে বেলা ১১টার মিনিটকয়েক আগে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রথমেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৬ ও ৭) মনোনয়নপত্র কেনা হয়। এরপর মনোনয়নপত্র (ঠাকুরগাঁও-১) সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর বিভিন্ন নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে শুরু করেন দলীয় কার্যালয় থেকে।

আজ, কাল ও পরশু (১২-১৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। ফরম জমা দেওয়ার তারিখ ১৩ ও ১৪ নভেম্বর। প্রতিটি ফরমের দাম পাঁচ হাজার টাকা। জমা দেওয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা। অর্থাৎ, কেনা ও জমা মিলিয়ে প্রতিটি ফরমের দাম পড়বে ৩০ হাজার টাকা।

Bootstrap Image Preview