Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে আ’লীগ থেকে নির্বাচন করছেন না শাবানা দম্পতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১১:০৭ PM আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১১:০৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী শাবানা কিংবা তার স্বামী ওয়াহিদ সাদেক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। শাবানার স্বামীর পরিবার সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস ও এদেশে ভোটার জটিলতার কারণেই শাবানা দম্পতি নির্বাচনী মাঠে থাকতে পারছেন না।

দেড় বছর আগে যশোরের কেশবপুরের বড়েঙ্গা গ্রামে এক অনুষ্ঠানে চিত্রনায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিক বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভোটের প্রস্তুতি নিতে বলেছেন। তিনি হুকুম করলেই আমি ভোট করবো।’ এমন ঘোষণার পর তৃণমূলের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়।

যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকার মনোনয়ন লড়াইয়ে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রতিদ্বন্দ্বী হিসেবে ওয়াহিদ সাদিকের মাঠে আর্বিভূত হওয়ার ঘোষণায় তৃণমূলের রাজনীতিতে নাড়া দেন। চলছিল নানা জল্পনা কল্পনা।

এমনকি বিভিন্ন গণমাধ্যমে ওয়াহিদ সাদেককে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ভাই উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ হলে মরহুম সাদেক পত্নী ইসমাত আরা 'ভাই' সম্পর্ক নয় উল্লেখ করে গণমাধ্যমে প্রতিবাদ পাঠিয়েছিলেন।

এদিক চলতি বছরের জুলাই মাসে শাবানা স্বামীকে নিয়ে কেশবপুরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছিলেন। সে সময় শাবানা একাধিক মতবিনিময়ে জানিয়েছিলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি শাবানাকে নিবার্চন করতে বলেন। তবে তিনি নিজে এ মুহূর্তে নিবার্চনে না আসতে চাইলেও স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে নিবার্চন করবেন বলে ঘোষণা দেন।

এরই মধ্যে শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম বিক্রি। তিন দিনেও শাবানা ও তার স্বামীর পক্ষে আবেদন ফরম কেনা হয়নি। তাহলে কি শাবানা দম্পতি এবার নির্বাচন করবেন না? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমজনতার মাঝে।

সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরিবার ও স্বজনদের তথ্যে জানা গেল ভোটে আসছেন না শাবানা ও তার স্বামী।

ওয়াহিদ সাদিকের ভাইয়ের ছেলে সুমন সাদিক জানান, প্রথমত নাগরিকত্ব জটিলতা ও রাজনীতিতে অনাভিজ্ঞ হওয়ায় উনারা (শাবানা ও তার স্বামী) ভোট করবেন না।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০০ সালের পর থেকেই সিনেমার শুটিং থেকে মুখ ফিরিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা। স্বামী- সন্তান নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেওয়ায় সাধারণের চোখে পড়েননি তিনি। তবে, নির্বাচনে স্বামীর প্রার্থিতার বিষয় নিয়ে মিডিয়ার বদৌলতে বছরখানেক ধরেই আলোচনায় আসেন দেশের এই অভিনেত্রী।


 

২০১৭ সালের ১৮ জুলাই কেশবপুরে গিয়েছিলেন চিত্রনায়িকা শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক। তারা ওই সময় বড়েঙ্গা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ বাচ্চুর বাড়িতেই ছিলেন এই দম্পতি।

এ বিষয়ে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ বাচ্চু জানান, শাবনা ও তার স্বামী আমেরিকার স্থায়ী নাগরিক। তারা ভোট করতে দেশে আসছেন এমন খবর জানা নেই। তবে তারা নির্বাচনের জন্য আসলে আমি জানতাম।

এই সময় এক অনুষ্ঠানে ওয়াহিদ সাদিক সাংবাদিকদের বলেছিলেন, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য সাহায্য চাইতে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। সেখানে সঙ্গে খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। সেখানে প্রধানমন্ত্রী শাবানাকে নির্বাচন করতে বলেন। আমি করবো বলে জানালে তিনি বলেন, প্রস্তুতি নেন।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা এ প্রতিবেদককে বলেন, বিএনপি নির্বাচনে আসছে, ফলে এবার তো সস্তা ভোট হবে না। সেক্ষেত্রে জনমত জরিপ আর তৃণমূলের মতামত গুরুত্ব না দিলে স্থানীয় প্রবীণ-ত্যাগী নেতাদের মূল্যয়ন আমলে না নিয়ে মনোনয়ন দিলে দলকেই খেসারত দিতে হবে। আমরা চাই, যেই হোক না কেন, যিনি কেশবপুরের মানুষকে চেনেন, উপজেলার রাস্তা-ঘাট চেনেন, নিজের মতামত দিয়ে মূল্যয়ন করতে জানেন এমন রাজনৈতিক ব্যক্তিই মনোনয়ন পায়। তাহলে সবাই মিলে আবারও এই আসনে প্রকৃত ভোট দিয়েই নৌকার জয় সুনিশ্চিত হবে।

Bootstrap Image Preview