Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মায়ের চিকিৎসা হবে প্রধানমন্ত্রীর টাকায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:২১ PM আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


বাংলা চলচ্চিত্রের ‘মা’ রেহানা জলি। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে তার অসুস্থতা। তবে চিকিৎসা করতে গিয়ে বেশ আর্থিক সংকটে পড়েছেন তিনি। আর তাই চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা প্রার্থনা করেছিলেন এই অভিনেত্রী। গুণী এই অভিনেত্রীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী  তাঁকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।

এ প্রসঙ্গে রেহানা জলি বলেন,‘আমি সারাজীবন কৃতজ্ঞ হয়ে রইলাম প্রধানমন্ত্রীর কাছে। আমাকে ডেকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি। আপনাদের জন্য প্রধানমন্ত্রী জানতে পেরেছেন আমার অসুস্থতার কথা। আমি সারাজীবন অভিনয় করে টাকা দিয়ে আমরা বোনগুলোকে মানুষ করেছি। আজ নিজের চিকিৎসার জন্য টাকা নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবারও অভিনয় শুরু করতে পারি।’

তিনি আরো বলেন, ‘আমার ক্যান্সার হয়নি। ফুসফুসে সংক্রমণ ও মেরুদণ্ডের হাড়ক্ষয়ের কারণে আমি অসুস্থ। যাঁরা ক্যান্সার লিখছেন, তাঁরা আমার পরিবারের সঙ্গে কথা না বলে এবং না জেনেই নিউজ করেছেন। এটা কেউ করবেন না প্লিজ।’

প্রায় ৪০০ ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রেহানা জলি। চিকিৎসার খরচ আর চালাতে পারছেন না বলে হাসপাতাল ছাড়তে হয়েছিল তাঁকে। গত তিন মাস প্রয়োজনীয় চিকিৎসাও আর নিতে পারছিলেন না এই শিল্পী। শুধু মায়ের চরিত্রে নয়, নায়িকা হিসেবেও কাজ করেছেন ৩৫টি ছবিতে। বর্তমানে ফুসফুসে সংক্রমণ ও মেরুদণ্ডের হাড়ক্ষয়ের কারণে চলচ্চিত্রে আর কাজ করতে পারছেন না।

এদিকে রেহানা জলি ছাড়াও আজ প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রবীর মিত্র পেয়েছেন ২০ লাখ,নূতন পেয়েছেন ২০ লাখ,কুদ্দুস বয়াতি পেয়েছে ২০ লাখ টাকার অনুদান।

Bootstrap Image Preview