Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০৩২ নম্বর বাড়িটা কেন এত পরিচিত?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১২:৩৮ PM আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


হোল্ডিং নাম্বার ১০৩২। দোতলা বাড়িটা জাফর সাহেবের সারা জীবনের সমস্ত পুঁজি দিয়ে তিল তিল করে গড়ে তোলা। এক সময় জাফর সাহেব এবং তার স্ত্রী রেখা মিলে অবসর সময়ে বসে স্বপ্ন বুনতেন নিজেদের একটা বাড়ী হবে, খুব যত্ন করে সেই বাড়িতে নিজেদের মতো গুছিয়ে থাকবেন শেষ জীবনে দুই বৃদ্ধ-বৃদ্ধা।

কিন্তু পৃথিবীর আর সব সত্যের মতোই এটাও সত্যি হলো যে, জাফর সাহেবের স্বপ্ন পূরণ হবার আগেই স্ত্রী বিয়োগ ঘটলো। যখন জাফর সাহেবের ছেলে, ছেলের বউ কিংবা সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকা ছেলে রাশেদ মাতৃ বিয়োগের শোকে কেঁদে কেঁদে এক সার হচ্ছে তখন আজমল  সাহেব সারা বাড়ি ঘুরে ঘুরে শুধু এই ইট কাঠের অসম্পূর্ণ স্বপ্ন দেখতে থাকে।

আজমল সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। ১০৩২ নম্বর বাড়ির দোতলায় এখন তিনি থাকেন তার ছেলে-মেয়েদের নিয়ে। আর নিচ তলাটা ভাড়া দিয়ে রেখেছেন। আদতে ভাড়া দিয়ে রেখেছেন বললে ভুল বলা হয়। কারণ নিচতলার এই ফ্ল্যাটটা কখনো এক মাসের বেশী ভাড়া থাকে না। সমস্ত সুযোগ সুবিধা থাকার পরেও ভাড়াটে থাকতে চান না এই বাড়িটিতে। আর তাই এই ১০৩২ নম্বর বাড়িটা সারা এলাকায় বেশ পরিচিত।

পান্থ শাহরিয়ারের রচনায় এমনই গল্পে মেগা এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর এবং শৌর্য দীপ্ত সূর্য। এতে অভিনয় করছেন আবুল হায়াত, আফরান নিশো,রুনা খান,অপর্না ঘোষ, শ্যামল মাওলা,নাজিরা মৌ,সাব্বির আহমেদ,সেলিম আহমেদ,নুসরাত জাহান নিপা,নিকুল কুমার সহ আরো অনেকে। প্রযোজনা পথিক, নির্বাহী প্রযোজক তুহিন বড়ুয়া। নাটকটি আগামী ১৪ই নভেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮.০০ টায় এটিএন বাংলায় প্রচার হবে।

Bootstrap Image Preview