Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সপরিবারে বিদেশ গিয়ে বিপাকে ঋতুপর্ণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০২:২৬ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview


টালিউডের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সপরিবারে সিঙ্গাপুর গিয়ে বিশাল বড় বিপাকে পড়েছেন। সেখানে পৌঁছানোর পরই তার ব্যাগ চুরি হয়ে যায়। নিজেদের রিভারগেট কমপ্লেক্সের লবির সোফা থেকে এই অভিনেত্রীর ওয়ালেটটি চুরি হয়। ব্যাগটির ভিতরে সব কিছু মিলিয়ে এক হাজার মার্কিন ডলার ক্যাশ, সমস্ত ক্রেডিট কার্ড, সিঙ্গাপুরে ঢোকার আইসি পাস, আধার কার্ডসহ গুরুত্বপূর্ণ সকল নথি ছিলো।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘অষ্টমীর দিন সকালে বিমানবন্দর থেকে ফিরে স্বামী সঞ্জয়ের জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি পার্কিং করে সঞ্জয় এলে আমরা একসঙ্গে ৩৭ তলায় আমাদের অ্যাপার্টমেন্টে যাব বলে। অনেক সকালে ফ্লাইট থাকায় খুব ক্লান্ত ছিলাম আর কাঁধে রাখা ব্যাগটাও বেশ ভারী ছিল তাই ব্যাগটা সোফায় রেখে দিয়েছিলাম। পরে সঞ্জয় আসার পর ওর সঙ্গে কথা বলতে বলতে উপরে উঠে যাই। কিন্তু ব্যাগটি সোফাতেই রয়ে যায়। লাঞ্চ করে ব্যাগ খোঁজ করতেই সোফার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। এসে ব্যাগটি পাই, কিন্তু ভিতরের সব কিছু উধাও।’

তিনি আরো বলেন, ‘আমরা হোটেলের লবিতে জানাই কিন্তু তারা কোন খোঁজ দিতে পারেন না। লবিতে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা আছে। সিসিটিভিও লাগানো আছে। তা সত্ত্বেও এই ঘটনা। আইসি নম্বর ছাড়া তো কলকাতায় ফিরতে পারব না।’

কমপ্লেক্সের ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করার পর সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হয়। ফুটেজে ‘রেডমার্ট’ এর এক ডেলিভারি বয়কে লবির সোফার দিকে যেতে দেখা যায়। ছেলেটি ব্যাগের কাছে প্রায় তিন মিনিটের মত দাঁড়িয়েছিল। সকল তথ্য নিয়ে সিঙ্গাপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ, ছেলেটির গাড়ির নম্বরও দিয়েছেন। তারপরও চোরকে ধরা সম্ভব হচ্ছে না। এই সব কিছু নিয়ে বিরক্ত প্রকাশ করছেন ঋতুপর্ণা।

Bootstrap Image Preview