Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কতটা কষ্টে প্রিয় গিটারগুলি নিলামে তুলেছিলেন আইয়ুব বাচ্চু?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:০১ PM আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


সদ্য প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ছিলেন সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ। গিটারের প্রতি ছিল তার অগাধ ভালবাসা। তার কাছে ছিল পৃথিবীর অনেক নামীদামী ব্র্যান্ডের গিটার। তবে কোন এক সময় প্রাণের চেয়েও প্রিয় এসব গিটার বিক্রি করে দিতে চেয়েছিলেন। এই ঘটনা আমাদের অনেকেরেই জানা তবে কোন ক্ষোভ থেকে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন তা আমরা অনেকেই হয়তোবা জানিনা।

গত বছরের ৫ জুলাই আইয়ুব বাচ্চু তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমার ভীষণ ইচ্ছে ছিল আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সঙ্গে দেশব্যাপী একটি গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার। যেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়েও প্রিয় একেকটি গিটার। কিন্তু বেশ কিছু দিন চেষ্টা করার পরও যখন কোনো পৃষ্ঠপোষকই পেলাম না গিটারগুলো তরুণদের হাতে তুলে দিতে তাঁদের মেধার মূল্যায়ন স্বরূপ, তাঁরা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সঙ্গে শুনবো, দেখব এবং উৎসাহ দিবো, যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মে যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন। কারণ হয়তো বা আমার স্বপ্নটা একটু বেশিই বড়ই ছিল গিটার নিয়ে।’

কতটা অভিমান নিয়ে তিনি কাজটা করতে চেয়েছিলেন। এখন কথা হল আইয়ুব বাচ্চুর এই ঘটনা আমাদের কি কোন শিক্ষা দিয়েছে কিনা? পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে এই ধরনের প্রোগ্রামগুলোতে স্পন্সরশীপ এর হিড়িক লেগে যায়,কিন্তু আমাদের দেশে কি এসব উদ্যেগের কোন মূল্যায়ন আছে?

আইয়ুব বাচ্চুর ঐ ঘটনা থেকে আমরা কি শিখতে পেরেছি তা জানি না, তবে আমাদের দেশের কোন শিল্পী এই ধরনের অনুষ্ঠানের কথা মাথায় আনার আগেও যে দশবার ভাববে তাতে কোন সন্দেহ নেই। আইয়ুব বাচ্চু যেমন ছেয়েছিলেন তার মতো কোন গিটার পাগলকে খুঁজে বের করতে তেমনি হয়তোবা অনেক স্বপ্ন হয়তো শিল্পীর মনেই নাড়া দেবে তারা সে স্বপ্নকে কোনদিন পাখা মেলে উড়তে দেবে না, কেননা কিংবদন্তী আইয়ুব বাচ্চুর মতো সবারই নিজের প্রিয় জিনিসকে নিলামে তোলার সাহস কিংবা সামর্থ্য থাকে না।

Bootstrap Image Preview