Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার নারীদের মনের মানুষ খুজে দেবেন প্রিয়াঙ্কা!

বিডিমর্নিং : বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৮:৩১ PM আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৮:৩১ PM

bdmorning Image Preview
বলিউডের ‘দেশি গার্ল


কেবলই রূপালি পর্দায় নিজেকে সিমাবদ্ধ রাখেননি বলিউডের ‘দেশি গার্ল’। অভিনয়ের পাশাপাশি নিজেকে জড়িয়ে নিয়েছেন নানান সামাজিক কর্মকাণ্ডে। দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন ইউনিসেফের গ্লোবাল সিটিজেনের শুভেচ্ছাদূত হিসেবে। এছাড়া জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রিয়াঙ্কা।

তবে এবারে ভিন্নভাবে সহযোগীতার হাত বাড়াতে চলেছেন ৩৫ বছর বয়সী এ তারকা। জানা গেছে বন্ধু খুঁজতে নারীদের সহযোগিতা করবেন প্রিয়াঙ্কা।

ডেটিং অ্যাপ ‘বাম্বলে’র মাধ্যমে সোশ্যাল সাইটে মনের মতো বন্ধু খুঁজে নিতে পারবেন নারীরা। যে অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অ্যাপটিকে ভারতে প্রচারের উদ্দেশ্য নিয়ে কাজ করবেন তিনি।

জানা গেছে, বলিউড অভিনেত্রীকে তাদের প্রচারের মুখ হিসাবে পেয়ে খুশী, বলে জানিয়েছেন সংস্থাটির কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কা চোপড়া জানান, ‘আমি সবসময় বিশ্বাস করি যে, নারীদের জন্য বিনিয়োগ সামাজিক রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম অংশ। সেই কারণেই আমি এই অ্যাপে বিনিয়োগ করেছি এবং এর প্রচারের মুখ হয়েছি।’

এই অ্যাপের মাধ্যমে মনের মানুষের খোঁজ পেতে- প্রথমে দুই ব্যবহারকারীকে অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। নিজেদের পছন্দ-অপছন্দের বিবরণ তুলে ধরতে হবে। সেই তথ্য অন্যের সঙ্গে মিললে অন্য ব্যবহারকারীর সঙ্গে আলাপচারিতা শুরু হবে। এক্ষেত্রে আলাপচারিতার ক্ষমতা নারীর হাতেই রয়েছে। পছন্দ-অপছন্দ মিললেও কোনও পুরুষ আগে আলাপচারিতা শুরু করতে পারবেন না।

Bootstrap Image Preview