Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেমস উন্মদনায় ভাসলো চুয়াডাঙ্গা

বিডিমর্নিং : শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:১৯ AM আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৩৯ AM

bdmorning Image Preview


‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় হয়ে গেল উন্নয়ন কনসার্ট। এ কনসার্টকে ঘিরে গত কয়েক দিন থেকে জেলাবাসীর মধ্যে ছিল একটা আলাদা উন্মাদনা। 

তারই বহি:প্রকাশ ঘটলো মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল ৪ থেকে রাত ১০ টা পর্যন্ত চুয়াডাঙ্গা নতুন ষ্টেডিয়ামে (জাফরপুর) অনুষ্ঠিত উন্নয়ন কনসার্ট-এর আসরে। জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভাগীয় শহরগুলোর পর এবার জেলা শহরে আয়োজন করা হয় এই উন্নয়ন কনসার্ট। 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এই উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হয়।

উন্নয়ন কনসার্টের মূল আকর্ষণ গুরু জেমস এর গান শুনতে ও তাকে দেখতে চুয়াডাঙ্গা নতুন ষ্টেডিয়ামে অর্ধলক্ষাধিক দর্শক শ্রোতা সমবেত হয়। এছাড়াও কনসার্টে দেশসেরা শিল্পী বাপ্পা মজুমদারের ব্যান্ডদল দলছুট, আখি আলমগীর ও এমআই রাজু সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাফসান সাবাব খান ও অভিনেত্রী তানিয়া হোসেন। 

উন্নয়ন কনসার্টে ছিলো আকর্ষণীয় লেজার শো ও আতশবাজী। কনসার্টটি সর্বসাধারণের জন্য উম্মুক্ত ছিল। কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকা-ের প্রামাণ্য ভিডিওচিত্র দেখানো হয়। এছাড়াও দেখানো হয় প্রধানমন্ত্রীর ১০টি ‘বিশেষ’ উদ্যোগের ভিডিও তথ্যচিত্র। 

চুয়াডাঙ্গা-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছিয়ে দিতেই এই উন্নয়ন কনসার্টের আয়োজন।’  

তিনি বর্তমান সরকারের সময় চুয়াডাঙ্গার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, চুয়াডাঙ্গায় ৫০০ কিলোমিটার পাকা রাস্তা করা হয়েছে, যুবপ্রশিক্ষণ কেন্দ্র, যুবকমপ্লেক্স, এই ষ্টেডিয়াম (উন্নয়ন কনসার্ট স্থল), সন্ত্রাস নির্মূল, স্কুল কলেজে দৃষ্টি নন্দন বিল্ডিংসহ সমাজের এমন কোন জায়গা নেই সেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। এটা সম্ভব হয়েছে শুধু আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার কারণে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মাকায় ভোট চান হুইপ ছেলুন। 

এছাড়া সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম চুয়াডাঙ্গাসহ দেশের সার্বিক উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

অন্যদিকে, উন্নয়ন কনসার্ট দেখতে আসা প্রায় অর্ধলক্ষাধিক এই জনগণকে সামাল দিতে হিমশিম খেতে হয় নীরাপত্তার দায়ীত্বে থাকা আইন শৃংখলা বাহীনির সদস্যদের। উন্নয়ন কনসার্ট এর অনুষ্ঠানকে ঘিরে দূর্বৃত্তরা যেন কোনো নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে না পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে গড়ে তোলা হয় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

উন্নয়ন কনসার্টে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান, সামসুল আবেদীন খোকন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মাসুম আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাবেক পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ প্রমুখ।

Bootstrap Image Preview