Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'দেবী'তে মুগ্ধ সেন্সর বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৭:২৬ PM আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৮:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আর মাত্র তিন দিন পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে তৈরি চলচ্চিত্র ‘দেবী’।

গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবিটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জয়া আহসান, শবনম ফারিয়া, অনম বিশ্বাস ও চঞ্চল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবদুল আজিজসহ ‘দেবী’ ছবির পুরো টিম।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা। ছবিটি সম্পর্কে তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন।

অনম বিশ্বাসের পরিচালিত এই ছবিটি দেখে রীতিমত মুগ্ধ সেন্সর বোর্ডের দুই সদস্য চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘দেবী’ খুব ভালো ছবি হয়েছে। এটা পারিবারিক ছবি। অনেক নতুনত্ব আছে। সেন্সরে পুরো ছবি দেখে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি মুগ্ধ। ছবিটি নির্মিত হয়েছে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস দেবী থেকে। যদিও আমি উপন্যাসটি পড়িনি। তারপরেও ছবি দেখে আমি তৃপ্ত।

তিনি আরও বলেন, অতীতে দেবীর চেয়ে দেশের কোনো সিনেমা এতো ভালো লাগেনি। আমার মধুমুতি হলে দেবী প্রদর্শিত হবে। দেবী প্রযোজনার জন্য জয়া আহসানকে ধন্যবাদ। তার বিসর্জন ছবি সেন্সর হয়েছে। দেবীর পর বিসর্জন মুক্তি পাবে। আমার বিশ্বাস দেবী সাফল্য পাবে, দর্শক গ্রহণ করবেন।

‘দেবী’ দেখে সেন্সর বোর্ডের আরেক সদস্য চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘দেবী’ দেখে আমি প্রথমেই ফোন করেছিলাম চঞ্চল চৌধুরীকে। বলেছিলাম, আমি তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি। তোমার তুলনা নেই চঞ্চল। শুধু আমি না, সেন্সর বোর্ডে ছবি দেখে আমরা আলোচনা করছিলাম একজন মানুষ (চঞ্চল চৌধুরী) যে তার অভিনয় দিয়ে নিজেকে কীভাবে ভাঙেন! কিভাবে চঞ্চল জনপ্রিয়তার তুঙ্গে থাকতে পারেন! সে একজন আমাদের চঞ্চল চৌধুরী। সত্যি তার জন্য গর্ব হয়।

তিনি আরও বলেন, ‘দেবী’র নির্মাণ শৈলি, উপস্থাপনা এবং অভিনয় এই তিনটি জিনিসই চমৎকার হয়েছে। দর্শকদের বোরিং হওয়ার সুযোগ দেবে না। টান টান উত্তেজনাই ধরে রাখবে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মত ছবি ‘দেবী’। আমি ‘দেবী’ সিনেমার প্রযোজক হিসেবে জয়ার সাফল্য কামনা করছি।

উপস্থাপক রুম্মান রশীদ খান জানালেন, যখন ছবির শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল, তখন জয়া আহসান খুব কেঁদেছেন, আবার তাঁর দলের সবার সঙ্গে চিৎকার করেছেন। কিন্তু কেন এমনটা করেছেন, সেই রহস্য আর উন্মোচন করেননি তিনি। অনুষ্ঠান শেষে জয়া ব্যস্ত হয়ে পড়েন আমন্ত্রিত অতিথিদের দেখভাল করতে।

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের অনুপ্রেরণায় ‘দেবী’ ছবি নির্মিত হয়েছে। ২০১৬ সালে ‘দেবী’ সরকারি অনুদান পেয়েছিল। পরের বছর ১৮ মার্চ ছবির কাজ শেষ হয়। সরকারি অনুদানের পাশাপাশি জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ ‘দেবী’-তে অর্থ লগ্নি করে। এই ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র প্রযোজনায় এলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। চলতি মাসের ৩ তারিখ ‘দেবী’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়।

‘দেবী’ ছবিতে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছবির চিত্রনাট্য ও সংলাপ তারই। চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও ‘দেবী’তে অভিনয় করেছেন শবনম ফারিয়া, ইরেশ জাকের, অনিমেষ আইচ প্রমুখ।

সম্প্রতি এক ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী বলেছেন, ‘যাঁরা হুমায়ূন আহমেদকে পছন্দ করেন, তাঁরা মিসির আলিকেও পছন্দ করেন। এই প্রথম বড় পর্দায় আসছে ‘মিসির আলি’। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। আপনারা সবাই “দেবী”দেখতে আসবেন। আমার কাছে আপনাদের যেমন চাওয়া বড় বড় কাজ, আপনাদের কাছেও আমার অনেক চাওয়া আছে। আমাদের কাজগুলো আপনারা এসে দেখবেন। শিল্প কিন্তু এমনি এমনি বাঁচে না, শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। দর্শক, আপনারা হচ্ছেন আমাদের শিল্পের পৃষ্ঠপোষক। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা হলে এসে “দেবী” দেখবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে; পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটাই করতে হবে।’

‘দেবী’তে থাকছে চারটি গান। মনপুরা, স্বপ্নজালসহ একাধিক ছবির সফল চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ‘দেবী’র চিত্রগ্রহণের কাজ করেছেন।

‘দেবী’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, ঢাকাসহ সারাদেশে ২৫-৩০ সিনেমা হলে ১৯ অক্টোবর মুক্তি পাবে দেবী। এরপর নভেম্বর মাসে অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘দেবী’।

Bootstrap Image Preview