Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিয়ামের 'হাজীর বিরিয়ানী' নিয়ে সমালোচনার ঝড়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৩ PM আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


'পোড়ামন ২' ছবির ব্যাপক সাফল্যের পর এখন সবার নজর ‘দহন‘ সিনেমার দিকে। একই জুটি সিয়াম ও পূজা এই ছবিতে আসছেন একেবারেই ভিন্ন চরিত্রে। এছাড়া আবারও সেই একই পরিচালক।

কয়েকবার মুক্তির ঘোষণা আসলেও মুক্তি পায়নি ছবিটি। তবে আসছে নভেম্বরেই মুক্তির সম্ভাবনাকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। তবে এরই মধ্যে প্রকাশ পয়েছে সিনেমাটির প্রথম গান। গানের শিরোনাম ‘হাজীর বিরিয়ানী’। ঢাকার ঐতিহ্যবাহী এবং প্রচন্ড সাদের এই খাবারটির মতই মসলাদার ও আনন্দদায়ক হয়েছে গানটি।

প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। গানটি গেয়েছেনও তিনি। মজার বিষয় হলো এই গানের র‍্যাপ অংশটুকু গেয়েছেন এই ছবির নায়ক সিয়াম।

আজ সকালে জাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো এই ছবির প্রথম গান 'হাজীর বিরিয়ানি'। এতে ছবির নায়ক সিয়ামকে নাচতে-গাইতে দেখা গেছে। ভক্ত-শ্রোতা-দর্শকদের মধ্যে গানের কয়েকটি শব্দ ইতিমধ্যে সারা ফেলেছে। কিন্তু অনেকেই গানটির কথা ও ভঙ্গি নিয়ে নিয়ে আপত্তি তুলেছেন।

সোমবার ছবিটি ইউটিউবে প্রকাশ করার পর খন্দকার বাপ্পি লিখেছেন, 'মাতাল হয়ে হিসু করবো দেয়ালে' এই টাইপের কুরুচিপূর্ণ নোংরা কথা দিয়ে বাংলা গানের ভাবমূর্তি নষ্ট করার জন্য।'

নায়িব হাসান নামে একজন মন্তব্য করেছেন, 'বাবা, গাজা, মাল, মাতাল! "মাতাল হয়ে হিসু করবো দেয়ালে" তরুণ প্রজন্মকে ভালোই অনুপ্রেরণা দিচ্ছেন! সেন্সর বোর্ড থেকে এই কথাগুলো বাদ দেওয়া উচিত ।'

ইকরামুল ইসলাম লিখেছেন, 'নেশা-মাদক নিয়ে গান না বানালে ভাল হতো। পরিবার নিয়ে এই গান উপভোগ করার মত না। বিশেষ করে ছোটদের সামনে এই গান শোনার মতো না।'

এম এন মুন্নি লিখেছেন, 'সিয়ামের অভিনয় খুব ভালো ছিলো, গানটাও ভালো ছিলো কিন্তু গানের কথাগুলো খুব বাজে ছিল, মনে হয় চলচ্চিত্রের কাহিনীর উপর নির্ভর করে এধরনের গান।'

'বিশেষ দ্রষ্টব্য: দয়া করে বেঁচে থাকা বাংলা গানের অবশিষ্ট ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি। এবার তো হিসু করেছে, পরেরটা করা থেকে তাদের বিরত রাখি।'

সাফায়েত বলেছেন, 'গানের কথাগুলোর কোন আগামাথা নেই।' এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও গানটি ঘিরে চলছে তর্ক-বিতর্ক। কেউ কেউ এটাও বলেছেন, পুরান ঢাকার অন্যতম ঐতিহ্য হাজীর বিরিয়ানিকে এ গানে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। মনে হচ্ছে, মাতাল ছেলেদের কাছে এটি খুব জনপ্রিয়। যা অনেকটাই দৃষ্টিকটু।

কেউ কেউ আবার সিয়ামের পক্ষ নিয়েও বলছেন। তাদের মতে, এটি একটি সিনেমা।

এসব বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজ বলেন, গানের ভেতরে কোথাও হাজীর বিরিয়ানিকেও খারাপ বলা হয়নি। গানে দেখানো হয়েছে নায়ক বিরিয়ানি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। আর বিরিয়ানির সঙ্গে মদ তো খেতেই পারে। আমার মনে হয়, হাজীর বিরিয়ানি কর্তৃপক্ষও এটিকে নেতিবাচকভাবে নেবে না।

ছবির ব্যাপারে তিনি আরও বলেন, আপনি যখন ছবির গল্পটা হলে গিয়ে দেখবেন তখন আপনার কাছে আর খারাপ লাগবে না। ছবিতে সিয়ামের চরিত্রটাই এমন যার মধ্যে পরে পরিবর্তন আসে। আমাদের গল্পের সাথে এর মিল আছে।

সিয়াম বলেন, ‘এটা সত্যিই খুব ভালো লাগার। আমি প্রথমবার নিজের কন্ঠে গান তুলেছি,আমি র‍্যাপ অংশটুকু গেয়েছি। আর গানের ভিডিওতে প্রাণবন্তই হাজির হয়েছি। একটা মাতাল ছেলে কি করে এ গানে তাই দেখানো হয়েছে। সবার ভালো লাগবে আমার বিশ্বাস। শিগগিরই ছবিটি মুক্তি দেওয়া হবে। ছবিটি দেখার পর সবাই বুঝতে পারবেন কেনো এটা মুক্তি দিতে একটু দেরি হচ্ছে।’

পোড়ামন ২ খ্যাত নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেন জাকিয়া বারী মম,মনিরা মিঠু,রাজ রীপা প্রমুখ।

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়ার 'পোড়ামন টু' দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নেন সিয়াম। বয়সে তরুণ হওয়ায় তরুণদের মাঝেও তার জনপ্রিয়তা বেশি।

Bootstrap Image Preview