Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আসিফ আকবরই কি ‘মাসুদ রানা’ নির্মাণ করবেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM

bdmorning Image Preview


৫০ কোটি টাকা বাজেটের মাসুদ রানা সিনেমাটি নির্মাণ করবেন হলিউডের এক তরুণ নির্মাতা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে নির্মাতার নাম প্রকাশ করা না করলেও তাদের দেওয়া বর্ণনায় কিছুটা আন্দাজ করা যায়।

পরিচালক সম্পর্কে জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়, সেই নির্মাতা একটি সাইন্স ফিকশনসহ ৩টি সিনেমা তৈরি করেছেন এবং তার ঝুলিতে কিছু পুরস্কারও আছে। উনি এক টগবগে তরুণ।

জাজের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, সেই হলিউড পরিচালক আর কেউ নন, আসিফ আকবর। বাংলাদেশি বংশোদ্ভূত এই হলিউড পরিচালক বয়সে এখনো তরুণ। জাজের বর্ণনার সঙ্গে মিলে যায় তার ক্যারিয়ার। তিনি সপরিবারে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মাঝে মাঝে সময় পেলে বাংলাদেশেও ছুটে আসেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওহিও'র ভ্যালে ফোর্জ হাইস্কুলে পড়াশুনা শেষে আসিফ আকবর ভর্তি হন ক্যালিফোর্নিয়ার কলম্বিয়া কলেজ হলিউডে। সেখানে সিনেমা ও টেলিভিশন প্রোডাকশন নিয়ে পড়েছেন তিনি। তবে তার মূল আগ্রহের বিষয় ছিল চলচ্চিত্র পরিচালনা। কারণ অভিনেতা ও মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও শুরু থেকেই তার ঝোঁক ছিল চলচ্চিত্র পরিচালনায়।

২০০৭ সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মাই ফরেইন দেশ' এর মাধ্যমে আসিফ আকবরের পরিচালনায় অভিষেক ঘটে। ২০১২ সালের ১৬ মে তার নির্মিত প্রামাণ্য চলচ্চিচিত্র 'টপ প্রায়োরিটি: দ্য টেরর উইদিন' অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সে প্রদর্শিত হয়। ২০১২ সালে অস্কারের শর্ট লিস্টেও ছবিটি ছিল। ২০১৩ ও ২০১৪ এর মধ্যবর্তী সময়ে বেশ কিছু টিভি পাইলট ও তিনটি ছবি প্রযোজনা করেছেন আসিফ আকবর। ২০১৫ সালে 'অচেনা হৃদয়' নামে বাংলাদেশের একটি ছবি প্রযোজনা করেছিলেন আসিফ আকবর।

মাসুদ রানার সিনেমাটোগ্রাফার থাকবেন পাবলো ডায়াজ। যিনি অনেক বিখ্যাত হলিউড ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন। অ্যাকশন ডিরেক্টর হলিউড থেকে নেওয়া হচ্ছে। নাম ফিল টান, যিনি ট্রানফরমার, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এর মতো ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন। টেকনিক্যাল টিম হলিউডের।

বর্তমানে সিনেমাটির নায়ক নায়িকা খোঁজার প্রক্রিয়া চলছে। একটি রিয়্যালিটি শোর মাধ্যমে মাসুদ রানার নায়ক-নায়িকা খুঁজে নেওয়া হবে। চ্যানেল আইতে এই রিয়্যালিটি শো কিছুদিনের মধ্যে শুরু হবে। মাসুদ রানা খোঁজায় বিচারক হিসেবে কাজ করবেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

গল্পে চরিত্রগুলো যে দেশের অভিনেতা ও অভিনেত্রী সেই দেশ থেকেই নেয়া হবে। জানা যায়, মাসুদ রানা, রাহাত খান, সোহানা, সলিল, কবির চৌধুরী হবে বাংলাদেশের শিল্পীগন। সুলতা হবে ভারতের কেউ। শেরডন একজন আমেরিকান মাফিয়া, তাই এই শিল্পী কে নেওয়া হবে হলিউড থেকে। কোন এক পরিচিত মুখ, ইতিমধ্যে ৩ জনের সাথে কথা হলেও সংগত কারণেই নাম প্রকাশ করা হয়নি। আরও থাকবে একজন চাইনিজ মেয়ে। MR9 (মাসুদ রানার সাংকেতিক নাম) Girl হবে ৩ জন। একজন বাংলাদেশী, একজন ভারতীয় ও একজন চাইনিজ।

Bootstrap Image Preview