Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাসুদ রানার বাজেট ৫০ কোটি, নির্মাতা কে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০১ AM আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০১ AM

bdmorning Image Preview


গোয়েন্দা সিরিজ মাসুদ রানাকে বড়পর্দায় আনছেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ামাসুদ রানার বাজেট ধরা হয়েছে ৫০ কোটি টাকাকাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজ থেকে কয়েকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ের করতে হলিউড থেকে পরিচালক আনছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। কিন্তু কে সেই পরিচালক সেটি এখনো জানা যায়নি।

আবদুল আজিজ বলেন, একটু বড় পরিসরেই মাসুদ রানা বানানোর পরিকল্পনা করেছি। ছবিটি নিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই। যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার সিনেমা, তাই সিনেমাটি বানাব আন্তর্জাতিক মানের। এর জন্য বাজেটও বড় একটা ব্যাপার। আমরা এখন পর্যন্ত হিসাব করে দেখেছি, ছবিটি নির্মাণের জন্য ৫০ কোটি টাকা লাগবে।

মাসুদ রানার সিনেমাটোগ্রাফার থাকবেন পাবলো ডায়াজ, যিনি অনেক বিখ্যাত হলিউড ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন। অ্যাকশন পরিচালকও হলিউড থেকে নেওয়া হচ্ছে। তার নাম ফিল টান, যিনি ট্রান্সফরমার, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর মতো ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন। টেকনিক্যাল টিম আসবে হলিউড থেকে।

বর্তমানে সিনেমাটির নায়ক নায়িকা খোঁজার প্রক্রিয়া চলছে। একটি রিয়্যালিটি শোর মাধ্যমে মাসুদ রানার নায়ক-নায়িকা খুঁজে নেওয়া হবে। চ্যানেল আইতে এই রিয়্যালিটি শো কিছুদিনের মধ্যে শুরু হবে। মাসুদ রানা খোঁজায় বিচারক হিসেবে কাজ করবেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

প্রসঙ্গত, মাসুদ রানা৫০ ভাগ শুটিং হবে হলিউডে। ৪০ ভাগ বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে। আর বাকি ১০ ভাগ হবে হবে চীন, থাইল্যান্ড, দুবাইয়ে। মাসুদ রানা ছবিটি ইংরেজি এবং বাংলা ভাষায় মুক্তি দেওয়া হবে। ছবির ইংরেজি নাম MR9 এবং বাংলা নাম হবে মাসুদ রানা। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে।

Bootstrap Image Preview