Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেরা ধনীর মেয়ে, মায়ের শাড়ি পরে বিয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview


প্রত্যেক মেয়ের কাছেই মায়ের সবকিছু অনেক প্রিয় থাকে। আর সেটির ব্যতিক্রম ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির কাছেও ছিল না। সে জন্যই বিয়ের দিনে বেছে নিলেন মায়ের পুরোনো একটা শাড়ি।

গত ১২ ডিসেম্বর অত্যন্ত ধুমধামের মধ্য দিয়ে সম্পন্ন হল ঈশা ও আনন্দ পিরামলের বিয়ে। তাদের বিয়েতে দেশ-বিদেশ থেকে উল্লেখযোগ্য অনেক ব্যক্তি হাজির ছিলেন। বিয়ের দিন ঈশা অফ হোয়াইট রঙের লেহেঙ্গা পরেন এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে আনন্দও একই রঙের শেরওয়ানি পরেন। তবে ঈশার লেহেঙ্গার সঙ্গে লাল রঙের একটি দোপাট্টা সবার নজর কেড়ে নেয়। লাল রঙের এই দোপাট্টা ঈশার লেহেঙ্গার ঔজ্জ্বল্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।

তবে পরে জানা যায়, এটা কোন দোপাট্টা ছিল না। সেটি আসলে একটি শাড়ি ছিল। আর সেই শাড়িটি ছিল তার মা নীতা আম্বানির। মূলত শাড়িটিকেই ঈশা দোপাট্টা হিসেবে ব্যবহার করেছেন। আম্বানিকন্যা বিয়ের দিনে ১৬ কেজি ওজনের লেহেঙ্গা পরেন। এই লেহেঙ্গা জুড়ে আছে হাতে করা জারদৌসি এবং মুকেশের কাজ। এর প্রতিটি ফুল ক্রিস্টাল আর চুমকি দিয়ে ভরাট করা ছিল। তার এই সুন্দর চোখ ধাঁধানো লেহেঙ্গা ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা।

ঈশা-আনন্দের বিয়েতে বলিউড থেকে অমিতাভ বচ্চনের পরিবার, শাহরুখ খান-গৌরী খান, সালমান খান, আলিয়া ভাট, আমির খান, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, প্রিয়াঙ্কা-নিক জোনাস, রেখা, মাধুরী দীক্ষিত, শহীদ কাপুর-মীরা রাজপুতসহ আরও অনেক  তারকা উপস্থিত ছিলেন। গত শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে তাদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হয়।

 

Bootstrap Image Preview