Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হলিউড-বলিউড তারকাদের দেখা পাবেন ঢাকা লিট ফেস্টে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৪:১৭ PM আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৪:১৭ PM

bdmorning Image Preview


বাংলা একাডেমি চত্বরে আজ থেকে শুরু হচ্ছে সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। এবারের আয়োজনে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা, বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস ও ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। সাহিত্য উৎসবে ভিন্ন ভিন্ন অধিবেশনে বক্তব্য দেবেন তারা।

এটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ চাইলে এতে অংশগ্রহণ করতে পারবেন। তবে এর জন্য তাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলছে এই ঠিকানায় https://www.dhakalitfest.com/register/। উৎসবের শেষদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে আগামী ১০ নভেম্বর।

উৎসবের প্রথম দিন বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে থাকবে নন্দিতা দাস পরিচালিত ছবি ‘মান্টো’এর প্রদর্শনী। এরপর এ ছবি নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলবেন নন্দিতা।

উৎসবের দ্বিতীয় দিন, শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটে ‘ব্রেকিং ব্যাড’ অধিবেশনে কথা বলবেন মনীষা কৈরালা। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের এ অধিবেশনে তার সঙ্গে আরও থাকবেন নন্দিতা দাস ও অন্যতম উৎসব পরিচালক সাদাফ সাজ।

একইদিন বেলা ২টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে থাকবে অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী টিলডা সুইনটনের অধিবেশন ‘রিডিং’। গত বছরও এই উৎসবে এসেছিলেন তিনি।

Bootstrap Image Preview