Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, নভেম্বার ২০১৮ | ৫ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অন্তঃসত্ত্বা আনুশকা, নতুন ছবিতে মানা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৪:০৭ PM আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৪:০৭ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বলিপাড়ায় কান পাতলে এখনো তাদের বিয়ের সানাইয়ের সুর শোনা যায়। কারণ তাদের বিয়ে ছিলো বছরের আলোচিত বিয়ে। এবার শোনা যাচ্ছে, তাদের ঘরে নতুন অতিথি আসছে।

‘জিরো’ ছবির মুক্তির পর আর কোন নতুন ছবির কাজ হাতে নিবেন না আনুশকা শর্মা। শারীরিক কোন সমস্যা বা বিরাটের সাথে কোথাও ঘুরতে যাওয়ার কোন পরিকল্পনাও নেই। তাহলে এর মাঝে কেন আনুশকা সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন?

আনুশকার সব কিছু থেকে বিশ্রাম নেওয়া কিসের ইঙ্গিত দিচ্ছে? তাদের সংসারে নতুন কেউ আসছে? ইতোমধ্যে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, মা হচ্ছেন আনুশকা। আর সেকারণেই দীর্ঘ বিশ্রামে যাচ্ছেন এই বলিউড কুইন।

ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দেরাদুনে আনুশকার পারিবারিক গুরু মহারাজ অনন্ত বাবার সঙ্গে দেখা করে এসেছেন বিরাট কোহলি। কোনো শুভ কাজের আগে এই গুরুর সঙ্গে দেখা করে থাকেন বিরুশকা। বিয়ের সময়ও তাই করেছেন তারা। এ দুটি কারণেই সন্দেহের দানা বেঁধেছে।

Bootstrap Image Preview