Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ হল “জল ও জিবন” চিত্র প্রদর্শনী

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১১:০৩ PM আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১১:০৫ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


বাংলাদেশের নদী, বিল, হাওড় এলাকার জীবনযাপন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্যানিটেশনের উপর ভিত্তি করে ওয়াশ এবং আইডব্লিউআরএম আয়োজিত ৩ দিনব্যাপী “জল ও জিবন” চিত্র প্রদর্শনী শেষ হয়েছে গতকাল।

গতকাল শনিবার (২০ অক্টোবর) ধানমণ্ডির দৃক গ্যালারীতে শেষ হয়েছে ওয়াশ এবং আইডব্লিউআরএম এর ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী “জল ও জিবন”।

বাংলাদেশে প্রায় ৭০০ নদী এবং শাখা নদী রয়েছে যার দৈর্ঘ্য প্রায় ২৪ হাজার কিলোমিটার। টেকসই উন্নয়ন অভীষ্টের মধ্যে ৬ নম্বর অভীষ্ট অনুসারে সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা আবশ্যক। বাংলাদেশ এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তার সাথে বিভিন্ন পরিকল্পনায় স্থানীয় জনগনের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ স্থানীয় বাজেট বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারপ করা হয়েছে।

এ বাস্তবতা থেকে ডরপ উপকূলীয় এবং পানি আইন ২০১৩ এ উল্লেখিত এলাকায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে যার মূল লক্ষ্য সকল জনগনের পানি, স্যানিটেশন, হাইজিন অধিকার নিশ্চিত করে পানিসম্পদ ব্যবস্থাপনায় তাদের স্বকীয় প্রবেশগম্যতা বাড়ানো।

সেই ধারনার উপর ভিত্তি করেই, পানি সম্পদ ব্যবস্থাপনা ও পানি সম্পদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহারে নানা চিত্র তুলে ধরতে “জল ও জীবন” শিরনামে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়। এ আয়োজনে ডরপকে সহায়তা করেছে বাংলাদেশী ফটোগ্রাফি গ্রুপ। প্রায় তিন মাস যাবত হাওড় এবং নদী এলাকার প্রায় এক হাজার ছবির ভেতর থেকে একশ টি ছবি নিয়ে আয়োজিত হয় এই প্রদর্শনী। অংশগ্রহণ করেন ৩২ জন আলোকচিত্রি।

আলোকচিত্রি আদনান রাফি বলেন, এখানের প্রত্যেকটি ছবির একটি কাহিনি রয়েছে। পানির জন্য মানুষ কত কষ্ট করছে, শহরে বসে আমরা তা বুঝতেই পারি না। আমরা মূলত কাজ করেছি ভোলা, নেত্রকোনা, লক্ষ্মীপুর, বরগুনার হাওড় এলাকায়।

তিনি আরও বলেন, দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে মানুষ এক কলসি পানির জন্য মাইলের পর মাইল হেটে যায় কিন্তু খাবার পানি খুঁজে পায় না। অথচ তাদের বাস পানির ভেতরেই।

এই ছবিগুলোর মাধ্যমে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের পানি সম্পদ ব্যবস্থাপনায় আরও উদ্যোগী ও তৎপর করে তুলতে চান আলোকচিত্রিরা।

Bootstrap Image Preview