Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় জানাজা শেষে ফের হিমঘরে আইয়ুব বাচ্চু

বিডিমর্নিং : বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:১৭ PM আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:১৭ PM

bdmorning Image Preview


সারাদেশে যেন শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। এ শোক ব্যান্ডসংগীতের কিংবদন্তী, 'এবি' খ্যাত তারকা আইয়ুব বাচ্চুকে হারানোর। দ্বিতীয় জানাজা শেষে কিংবদন্তী এই ব্যান্ড সঙ্গীতশিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হয়েছে।

আজ শুক্রবার (১৯ অক্টোবর) বাদ আছর চ্যানেল আই প্রাঙ্গনে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শুক্রবার বাদ জুমআ জাতীয় ঈদগাহ মাঠে আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজার পর আইয়ুব বাচ্চুর মরদেহ মগবাজারে তাঁর নিজের স্টুডিও এবি কিচেনে নিয়ে যাওয়া হয়।

পরে চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে ফের হিমঘরে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। হিমঘর থেকে শনিবার সকালে তার মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে তার মায়ের পাশে কবর দেওয়ার জন্য। মায়ের কবরের পাশেই চট্টগ্রাম নগরীর বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হবে তাকে।

প্রসঙ্গত, জনপ্রিয় এ সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার হাতে বাজানো গিটারের সুর মুগ্ধ করেছে পুরো উপমহাদেশকে। গিটারের সঙ্গে করেছেন প্রেম, গিটারের সঙ্গে বেঁধেছিলেন প্রাণ। নামিদামি সব ব্রান্ডের গিটার সংগ্রহ করার নেশা ছিল তার। হরেক রকম গিটার তার সংগ্রহেও ছিল।

Bootstrap Image Preview