Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজেন্দ্র কলেজের শতবর্ষপূতি উৎসবে থাকবেন ফেরদৌস ও পূর্ণিমা

বিডিমর্নিং : হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:৫৬ PM আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


'এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে'- এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল শনিবার (২০ অক্টোবর) দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া শতবর্ষী অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

কলেজ অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক মোশার্রফ আলী জানান, শনিবার সকালে শহর ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে শতবর্ষ পূর্তি উৎসব উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুই পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী পর্বে শোভাযাত্রা ও অতিথিদের বক্তব্য থাকবে। দ্বিতীয় পর্বে থাকছে শিশু শিল্পী রোদ, অদিতি মহসিন, নগর বাউল জেমস'র কনসার্ট ও স্মৃতিচারণ এবং বিশিষ্ট সংগীত শিল্পী মোনালী ঠাকুরের পরিবেশনা। এছাড়া অনুষ্টানটি সঞ্চলনা করবেন, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

গত বুধবার সন্ধ্যা পর্যন্ত  প্রায় ২২ হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থী উৎসবে অংশ নিতে নাম তালিকাভুক্ত করেছেন।
 

Bootstrap Image Preview