Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫০ বছর পর ‘মিস এশিয়া প্যাসিফিক’ হলেন মুসলিম তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৪০ PM আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


৫০ বছরের রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো ‘মিস এশিয়া-প্যাসিফিক’ শিরোপা জিতেছেন ফিলিপাইনো মুসলিম তরুণী শরিফা আকিল। গত ৪ অক্টোবর দেশটির রাজধানী ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় এ জয়ের এ রেকর্ড গড়েন তিনি। তবে এটি দেশটির সুন্দরীদের এ মুকুট জয়ের পঞ্চম ঘটনা। ১৯৬৮ সালে প্রতিযোগিতাটি চালু হওয়ার পর এই প্রথম কোনো মুসলিম তরুণী সেরা সুন্দরীর মর্যাদা পেলেন।

এ নিয়ে পঞ্চমবারের মতো সেরা সুন্দরীর মুকুট জিতলেন ফিলিপাইনের নারীরা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে নিউইয়র্কের মারজানা চৌধুরী ২০তম স্থান দখল করেছেন। ‘মিস বাংলাদেশ’ হিসেবে শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে সিলেটের মেয়ে মারজানা এই প্রতিযোগিতায় অংশ নেন।

‘মিস এশিয়া প্যাসিফিক’ জয়ের পর শরিফা বলেন, ‘বিশ্বজুড়ে ভয়ংকর সমস্যা সাইবার ক্রাইমকে নিজ নিজ মূল্যবোধ থেকে প্রতিহত করতে হবে। মানবতার সার্বিক কল্যাণের পথ সুগম রাখতে তথ্য-প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে।’

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৫০ জন সুন্দরী অংশ নেন। এতে প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিলের সুন্দরী গ্যাব্রিয়েলা পালমা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন যথাক্রমে কোস্টারিকার মেলানিয়া গঞ্জালেজ,মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক ও ভেনেজুয়েলার মারিয়ানি এঙ্গারিতা।

Bootstrap Image Preview