Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন কি-বোর্ডিস্ট হ্যামলেট তুষার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশের অন্যতম কিবোর্ড বাদক হ্যামলেট তুষার রবিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীতে নিজের বাসায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০০৯-২০১০ সাল পর্যন্ত ‘সোলস’ ব্যান্ডের সদস্য ছিলেন।

দুর্দান্ত কিবোর্ডিস্ট তুষারের মৃত্যুতে বাংলাদেশের সংগীতাঙ্গনের নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুষারের স্মৃতি নিয়ে শোকাবহ স্ট্যাটাস দিচ্ছেন সংগীতাঙ্গনের অনেকেই।

তুষারের মৃত্যুর খবর শুনে সংগীতশিল্পী সিঁথি সাহা তার ফেসবুকে তুষারের সঙ্গে একটি ছবি পোস্ট করে সেই ছবির ক্যাপশনে লিখেছেন,’এটা দুই সপ্তাহ আগে হ্যামলেট তুষার ভাইয়ের সঙ্গে তোলা ছবি। ভাইয়া এতো কিসের তাড়া ছিল তোমার? বিশ্বাস হচ্ছে না। এ জন্যই কি এতো বছর এক সাথে কাজ করা হলো? এই কাজ না হলেই ভালো ছিল। ভাইয়া এভাবে ছেড়ে গেলে!’

তুষারের মৃত্যুতে সোলস তাদের ফেসবুক পেজে একটি  ভিডিও পোস্ট করেছে।

Bootstrap Image Preview